দক্ষিণেশ্বর স্কাইওয়াক

in hive-144064 •  2 years ago 

প্রিয় বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে দক্ষিণেশ্বর স্কাইওয়াক থেকে তোলা কিছু ফটোগ্রাফি এবং এই নিয়ে কিছু ইনফরমেশনও শেয়ার করব । কিছুদিন আগে এক সকালে দক্ষিণেশ্বরে মন্দিরে পূজা দেয়ার উদ্দেশ্যে সেখানে গেছিলাম তখন আমি এই ফটোগ্রাফি গুলো তুলেছিলাম।

দক্ষিণেশ্বরের কালী মন্দিরের দিকে ট্রাফিক এবং চলাচলের উন্নতির জন্য এই স্কাই ওয়াক তৈরি করা হয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির দ্বারা।
এটি ৪০০ মিটার দীর্ঘ এবং ১০.৫ মিটার চওড়া। দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে আসার পরে ট্রাফিকের ঝঞ্ঝাট এড়িয়ে মন্দিরে প্রবেশের জন্য সাহায্য করে এই স্কাইওয়াক । এটি মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বারগুলির মধ্যে একটি সংযোগ তৈরি করে যার ফলে রাস্তায় গাড়ির অতিরিক্ত ঝুঁকি থেকে অসংখ্য ভক্তদের অনেকটা নিরাপত্তা নিশ্চয়তা করে।
এই কালীমন্দিরে আগত প্রতিদিন হাজার হাজার ভক্তদের চলাচলের স্বাচ্ছন্দ্য, আরাম এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি তৈরি করা হয়েছে। এই স্কাইওয়াকে অনেক দোকান রয়েছে যেখানে মন্দিরে পূজো দেওয়ার অনেক উপকরণ সহ অন্যান্য অনেক জিনিস পাওয়া যায় যা যেমন দোকানদারদের জীবিকা নিশ্চিত করেছে তেমনভাবে এখানে আগত ভক্তদের বিভিন্ন জিনিস কেনাকাটার সুবিধা করে দিয়েছে।
IMG_20220808_083811.jpg

20220808_084427.jpg

20220808_083947.jpg

20220808_083915.jpg
Camera:SAMSUNG
Model:SM-M317F
Photographer:@ronggin
Location: Dakshineswar Skywalk, Kolkata.

বন্ধুরা, আজকের শেয়ার করা ব্লগ এবং দক্ষিণেশ্বর স্কাইওয়াক থেকে তোলা কয়েকটি ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো জানিও ।সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর ছিল আজকের পোস্টটি। ফটোগুলো বেশ ভালো লাগলো।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।