হঠাৎ গঙ্গা দেখার সুযোগ হলো!

in hive-144064 •  last year 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম।

মাঝে মাঝে আমাদের সাথে এমন হয় অনেক প্ল্যান করেও ঘুরতে যাওয়া সফল হয় না আবার অনেক ক্ষেত্রে প্লান না করেও ভালো কোনো জায়গায় ঘুরে আসা যায়। আজ যেমন কোন প্রকার প্ল্যান করিনি তারপরও গঙ্গা দেখার সুযোগ হয়ে গেছে। আজ সকালে ঘুম থেকে উঠেই কাকুদের গাড়িতে করে হাওড়া স্টেশনে গেছিলাম। মূলত হাওড়া স্টেশনে গেছিলাম আমার ঠাকুমাকে আনার জন্য। আমার ঠাকুমার বেনারস থেকে ট্রেনে করে আসছিল সেজন্য আমি এবং আমার কাকু সকালে গিয়ে হাওড়া স্টেশনে অপেক্ষা করতে থাকি তার জন্য। আমরা দুই ঘণ্টা আগেই পৌঁছে গেছিলাম স্টেশনে । তারপর সেখানে গিয়ে অনেকটা সময় অপেক্ষা করি । ঠাকুমাকে রিসিভ করার পর ফেরার পথে আমাদের যে গাড়িতে করে নিয়ে গেছিল সে আমাদের ঘুরিয়ে গঙ্গার নদীর পাশের একটি রাস্তা দিয়ে নিয়ে যায়। সেই জন্য হঠাৎ করেই গঙ্গা দেখার সুযোগ হয়ে যায় যা সত্যিই আনএক্সপেক্টেড ছিল । সেই জন্য সেখানের একটি জায়গায় আমরা গাড়ি দাঁড় করিয়ে অনেকটা সময় দাঁড়িয়ে গঙ্গার সৌন্দর্য উপভোগ করি। সেখানে দাঁড়িয়ে থাকতে বেশ ভালই লাগছিল। আমার সাথে আমার ঠাকুমা ছিল সেও গঙ্গা দেখে অনেক খুশি হয়েছিল। আমার ঠাকুমা আগে কখনো এই গঙ্গার ঘাট দেখেনি প্রথমবারই এইখানের গঙ্গা সে দেখেছিল। আমাদের সাথে যে ড্রাইভারটি ছিল সে জানিয়েছিল এই ঘাট টি রাজার ঘাট নামে পরিচিত কিন্তু এই ঘাটের কি ইতিহাস রয়েছে সে সম্পর্কে আমার জানা নেই। যাই হোক সেখানে অনেকটা সময় কাটিয়ে আমরা সেখানকার একটি দোকান থেকে চা খেয়ে পুনরায় গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা করি।

20230822_091624.jpg

20230822_091622.jpg

20230822_091620.jpg

20230822_091616.jpg

ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: কুমারটুলি , কলকাতা ,ওয়েস্ট বেঙ্গল।



আজকের শেয়ার পোস্টটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Thank you for sharing with us here. I like to see the scenery you show here

Thanks a lot for your comment brother.

Your photos are so nice . I like your writing article too.
Thank you so much for sharing your post with us.

Thank you so much for your beautiful comment brother.

So far I have not seen the river Ganges. But I really want to see the river Ganges. You have discussed the river Ganga very well. And the photography is so beautiful. thank you

Thanks for your comment brother.