নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। |
---|
আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ট্রেন থেকে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে তোলা কিছু ফটোগ্রাফি (পর্ব -০৩) শেয়ার করব।
কিছুদিন আগে বন্ধুদের সাথে নিয়ে মৌসুনি আইল্যান্ড নামক একটি জায়গায় ঘুরতে গেছিলাম সেই কথা আমি পূর্বে শেয়ার করার দুটি ব্লগেও জানিয়েছিলাম । এখানে যাওয়ার সময় শিয়ালদহ স্টেশন থেকে নামখানা স্টেশনে প্রথমে যেতে হয়েছিল। এই যাত্রা পথের মধ্যে বেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ হয়েছিল আমার। নামখানা স্টেশনের যত কাছাকাছি যাচ্ছিলাম সেখানকার প্রাকৃতিক দৃশ্য আমার কাছে আরও বেশিই ভালো লাগছিল। ট্রেনের এই যাত্রাপথে এই গুলো দেখতে দেখতে অনেক ফটোগ্রাফিও করেছিলাম। সত্যি কথা বলতে ট্রেন থেকে ফটোগ্রাফি করা একটু কঠিন কাজ কারণ অনেকটা ব্যালেন্স রাখতে হয় এখান থেকে ফটোগ্রাফি গুলো করার জন্য । তাছাড়া বাইরে হাত বের করা যায় না ট্রেন থেকে ছবি তোলার জন্য, চলন্ত ট্রেন থেকে দূর থেকে অনেকটাই ব্যালেন্স করে ছবি তুলতে হয়। এছাড়া যদি চলার পথে স্টেশন বাদে কোথাও ট্রেন দাঁড়িয়ে যায় কোন কারনে তখন ফটোগ্রাফি করার সুযোগ হয়। যাই হোক আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো তোমাদের কাউকে নিরাশ করবে না এটা আমার বিশ্বাস। এই ফটোগ্রাফি গুলো আমি যতবার দেখি আমার কাছেও খুব ভালো লাগে কারণ সবুজের সমারোহ আমি সবসময় ভালবাসি।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: নেয়ার নামখানা স্টেশন, ওয়েস্ট বেঙ্গল।