বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।প্রথমেই আজকের নতুন ব্লগে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি । |
---|
কিছুদিন আগে বন্ধু-বান্ধবের সাথে বেরিয়েছিলাম কলকাতার আশেপাশে একটু ঘুরাঘুরি করার উদ্দেশ্য নিয়ে। কলকাতার আশেপাশে অনেক দর্শনীয় জায়গা রয়েছে সেইসব স্থানগুলো ঘুরে দেখা মূল উদ্দেশ্য ছিল। কলকাতা অনেক পুরনো একটি শহর। এইখানকার সংস্কৃতি, ঐতিহ্যও বেশ পুরনো। এখানে বিভিন্ন প্রকারের উৎসব মানুষ বছরের পর বছর ধরে পালন করে আসছে শত শত বছর ধরে। কলকাতার সব থেকে বড় একটি উৎসব হচ্ছে দুর্গোৎসব। খুবই ব্যয়বহুল ভাবে কলকাতার বিভিন্ন জায়গায় এই দুর্গোৎসব পালন করা হয়। যেসব জায়গায় খুব বড় করে এই দুর্গোৎসব পালিত হয় তার মধ্যে ফেমাস একটি নাম হল কলেজ স্কোয়ারের দুর্গা উৎসব পালন। আমি প্রতিবছরই কলকাতার বিভিন্ন জায়গায় পুজো দেখতে যাই এবং কলকাতায় পুজো দেখতে গেলে অবশ্যই আমি কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর উদ্যাননে অনুষ্ঠিত পুজো গিয়ে দেখে আসি। প্রতিবছর এইখানকার পুজো অর্গানাইজ কমিটি খুবই সুন্দর এবং নানা রকম থিম তৈরি করে এই দুর্গোৎসব পালন করে। এই বছর যখন আমি পুজোর দেড় মাস আগে এখানে বন্ধুদের সাথে গেছিলাম তখন গিয়ে পুজোর প্যান্ডেল সাজানোর প্রস্তুতি দেখতে পেয়েছিলাম। তারা এই বছর কোন ধরনের থিম তৈরি করবে তা আগে থেকে কোন ভাবেই বোঝা যাচ্ছিল না কিন্তু এটা বোঝা যাচ্ছিল বেশ বড়সড়ো করেই প্রত্যেকবারের মতো এবারও পালিত হবে এইখানকার দুর্গাপূজো। আর কিছুদিন পরেই পুজো, পুজোর সময় যখন আমি সেখানে যাব তারা কোন ধরনের থিম করেছে তার উপর অন্য একটি ব্লগ তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। যাইহোক সেইদিন সেখানে গিয়ে প্যান্ডেল প্রস্তুতির এক ঝলক দেখার সুযোগ হয়েছিল । প্যান্ডেল প্রস্তুতি দেখার সময় কিছু ফটোগ্রাফিও করে রেখেছিলাম এখন তাই তোমাদের সাথে শেয়ার করলাম।
ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান: কলেজ স্কোয়ার, বিদ্যাসাগর উদ্যান ,কলকাতা ।
প্যান্ডেল দেখেই বোঝা যাচ্ছে দুর্গাপূজা খুব কাছে চলে এসেছে। ভালো লাগলো দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুর্গাপুজোর আর ১৯ দিনের মত বাকি আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit