নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও মোটামুটি ভালো আছি। আজকের ব্লগে তোমাদের সাথে বারাসাতের কালীপুজো এর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। |
---|
কালীপুজো মানেই বারাসতের কালী পুজো বিশ্বসেরা। প্রতিবছর আমাদের এইখানে এত বেশি টাকা খরচ করে এই কালীপুজো গুলো পালন করা হয় যা আমাদের কল্পনার বাইরে। প্রত্যেক বছরই বারাসাতের বিভিন্ন জায়গায় বড় বড় করে প্যান্ডেল গুলো করা হয় এবং কোটি কোটি টাকা খরচ করা হয় এই প্যান্ডেলগুলোতে। বারাসাত আমার এলাকা ,এই জন্য প্রতিবছরই বারাসাতের সব জায়গার পুজো প্যান্ডেল গুলো ঘুরে ঘুরে দেখা হয় এই কালী পুজোর সময়। প্রতি বারই আমি সারপ্রাইজ হয়ে যাই এই পুজো প্যান্ডেল গুলো দেখে। প্রতিবারই নতুন কোনো কিছু করার চেষ্টা হয় এই পুজো প্যান্ডেলগুলোর থিমে।
আজকে তোমাদের সাথে যে পুজো প্যান্ডেলটির ফটোগ্রাফিগুলো শেয়ার করেছি, সেই পুজো প্যান্ডেলটি আমাদের বাড়ির একদম কাছেরই একটি পুজো প্যান্ডেল । প্রতিবছর এইখানে অনেক বড় করে পুজো প্যান্ডেল করা হয়। এই পুজো প্যান্ডেলটি নবপল্লী বয়েজ স্কুলের পুজো প্যান্ডেল নামে পরিচিত। প্রতিবছর ওই স্কুল মাঠেই এই পুজো প্যান্ডেলটি অনুষ্ঠিত হয়। এই প্যান্ডেলটি দেখতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে পুজোর দিনগুলোতে। সেই জন্য অনেকটা লাইন দিয়ে এই পুজো প্যান্ডেলটি দেখতে হয়।
এই বছরও বারাসাতের সব থেকে বড় প্যান্ডেল গুলো মধ্যে এটি একটি করেছিল । এইবার ইলোরার কৈলাস মন্দির -এর থিমে করে করেছিল এই পুজো প্যান্ডেলটি । আমি ইলোরার কৈলাস মন্দির সামনে থেকে কখনো দেখিনি তবে এখানে দেখে বাস্তবের মত পুরোপুরি মনে হচ্ছিল। এটি যে পুজো প্যান্ডেলটা মনেই হচ্ছিল না, পুরোপুরি মন্দিরের মতোই সব কিছু করেছিল এখানে। আলোকসজ্জা থেকে শুরু করে সবকিছু জাস্ট চোখ ধাঁধানোর মতো করেছিল। তোমরা আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো খেয়াল করলে এর সৌন্দর্য দেখতে পাবে।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান : বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল ।