নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। আজকের যে ডাইটি আমি তৈরি করেছি সেটি হলো ক্লে দিয়ে তৈরি একটি আইসক্রিমের ডাই। ক্লে দিয়ে আসলে অনেক ধরনের জিনিস হয় তৈরি করা যায়। তবে ক্লে দিয়ে কাজ করতে হলে একটু ধৈর্য নিয়ে ও একটু সাবধানতা অবলম্বন করে কাজ করতে হয়। আজকের এই ডাইটি করতে যদিও আমার খুব বেশি সময় লাগেনি। তবে খুব সাবধানতা অবলম্বন করে আমার এই কাজটি করতে হয়েছে। যাইহোক, আজকে আমি এই ডাইটি কেমন করে তৈরি করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করলাম। তাহলে আর কথা না বাড়িয়ে আমার তৈরি করা ডাইটি নিচে দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
● বিভিন্ন কালারের ক্লে
প্রথম ধাপ
প্রথম ধাপে একটি খয়েরি কালারের ক্লে নিয়ে ত্রিভুজাকৃতির করে আইসক্রিমের কোনটি তৈরি করে নিলাম।
দ্বিতীয় ধাপ
এই ধাপে পাঁচটি ভিন্ন কালারের ক্লে নিয়ে গোল গোল করে আইসক্রিমের স্কুপ তৈরি করে নিলাম।
তৃতীয় ধাপ
এবার আইসক্রিমের স্কুপ গুলো পরপর আইসক্রিমের কোনটির উপরে বসিয়ে নিলাম।
চতুর্থ ধাপ
এবার ডাই এর নিচে নিজের নাম লিখে আমার ক্লে দিয়ে আইসক্রিমের ডাই তৈরির কাজ সম্পন্ন করলাম।
🖌️Post Description🖌️
Catagory | diy |
---|---|
Device | Samsung Galaxy M31s |
Diy maker | @ronggin |
Location | Barasat, North 24 Parganas, West Bengal. |
https://x.com/ronggin0/status/1841247716980224002?t=fxU_jxCmaPHC7-JUG1IJeQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit