নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। |
---|
আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ট্রেন থেকে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব।
ঘুরতে আমি কিন্তু অনেক বেশি ভালোবাসি । কোন প্রকার সুযোগ হলেই ঘুরতে বেরিয়ে যায় আমি। আমরা কয়েকজন বন্ধু আছি মূলত তারাই হঠাৎ হঠাৎ প্লান করে কোথাও গিয়ে ঘুরে আসি। এই ঘুরতে গেলে সুন্দর প্রকৃতি দেখার সুযোগ হয়। প্রকৃতির টানেই আমি বিভিন্ন সময় ঘুরতে যাই ।এই প্রকৃতি আমি সত্যি অনেক ভালবাসি। প্রকৃতির সৌন্দর্য আমাকে সবসময় মুগ্ধ করে। এইতো কয়দিন আগে বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে গেছিলাম মৌসুনি আইল্যান্ড নামক একটি জায়গায়। যাওয়ার জন্য প্রথমে শিয়ালদহ স্টেশন থেকে আমরা ট্রেন ধরি। তারপর মৌসুনি আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের নামখানা স্টেশনে নামতে হয়েছিল প্রথমে । শিয়ালদহ থেকে নামখানা স্টেশন যাওয়ার সময় অনেক কিছু দেখার সুযোগ হয়েছিল। জানালার পাশে বসে এই অপরূপ সুন্দর প্রকৃতি দেখে মনটা জুড়িয়ে গেছিল । কোথাও গিয়ে ট্রেন একটু দাঁড়ালে অথবা চলমান অবস্থায় এসব প্রকৃতি ইনজয় করতে করতে বিভিন্ন ফটোগ্রাফিও করেছিলাম। সেগুলো নিয়েই আজকের ব্লগ । আশা করি এই প্রকৃতির সৌন্দর্যগুলো দেখে তোমরা মুগ্ধ হয়ে যাবে। এখন যেহেতু বর্ষার সময় এই জন্য সব কিছু আরো বেশি সবুজ হয়ে গেছিল। প্রকৃতির মধ্যে একটা সজীবতা দেখা যাচ্ছিল দূরের ওই প্রকৃতি দেখার সময়। বিভিন্ন ফসলের ক্ষেত, সবুজ গাছপালা, ফাঁকা জমি সবকিছু দেখতে বেশ অসাধারণ লাগছিল। এই ফটোগ্রাফি গুলো দেখলে তোমরা বুঝতে পারবে সত্যি কতটা সুন্দর ছিল এই ভিউ গুলো।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: নেয়ার নামখানা স্টেশন, ওয়েস্ট বেঙ্গল।
This photos are outstanding. In the rainy season the nature look very interesting. As a nature lover i am also taking photos when i go for trip or visit any popular spot .
Thank you so much for sharing your post with us.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much for your valuable comment.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit