পাতাবাহার গাছের কিছু ফটোগ্রাফি

in hive-144064 •  last year 

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি।

বন্ধুরা, এই শীতের সময় তোমাদের সাথে অনেক ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। তাই ভাবলাম আজকের ব্লগে অন্যরকম কিছু শেয়ার করা যাক। আজকের ব্লগে আমি তোমাদের সাথে কিছু পাতাবাহার গাছের ফটোগ্রাফি শেয়ার করব। এই পাতাবাহার গাছ গুলো সম্পর্কে বলতে গেলে, এই গাছ সাধারণত কোনো জায়গার সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। এইগুলোকে অনেকে বাড়িতে, অফিসে অথবা রাস্তার পাশে কিংবা পার্কের বিভিন্ন জায়গায় লাগাতে দেখা যায়। এই পাতাবাহার গাছগুলো রংবেরঙের কালারের হওয়ার জন্য সেখানটার পরিবেশটাকেও অনেক সুন্দর করে তোলে। বিভিন্ন রকমের পাতা বাহারের গাছ হয় এবং প্রত্যেকটির সৌন্দর্য আলাদা রকম। আজকে আমি যে পাতাবাহার গাছগুলোর ফটোগ্রাফি শেয়ার করবো, সেগুলো আমি কলকাতার একটি পার্ক থেকে তুলেছিলাম। বেশ কিছু দিন আগে আমি কলকাতার ওই পার্কে ঘুরাঘুরির জন্য গেছিলাম। সেখানে গিয়ে আমি এই পাতাবাহার গাছের সমারোহ দেখতে পেয়েছিলাম। সেখান থেকে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম আমি। তার মধ্যে থেকে আজ কিছু তোমাদের সাথে শেয়ার করলাম।

InShot_20240205_133550225.jpg

InShot_20240205_133651885.jpg

InShot_20240205_133618296.jpg

InShot_20240205_133802324.jpg

InShot_20240205_133716095.jpg


ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান: এলিয়ট পার্ক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল।





বন্ধুরা, আজকে শেয়ার করা পাতাবাহার গাছের ফটোগ্রাফি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ এই পাতাবাহার টা এখন তেমন দেখা যায় না। আমরা এটাকে কৈলাস বলতাম। দারুণ হয়েছে ছবি গুলো।

আমরা এটাকে কৈলাস বলতাম।

এর নাম এটাও হয় তা আমার জানা ছিল না ভাই।