নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, এই শীতের সময় তোমাদের সাথে অনেক ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। তাই ভাবলাম আজকের ব্লগে অন্যরকম কিছু শেয়ার করা যাক। আজকের ব্লগে আমি তোমাদের সাথে কিছু পাতাবাহার গাছের ফটোগ্রাফি শেয়ার করব। এই পাতাবাহার গাছ গুলো সম্পর্কে বলতে গেলে, এই গাছ সাধারণত কোনো জায়গার সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। এইগুলোকে অনেকে বাড়িতে, অফিসে অথবা রাস্তার পাশে কিংবা পার্কের বিভিন্ন জায়গায় লাগাতে দেখা যায়। এই পাতাবাহার গাছগুলো রংবেরঙের কালারের হওয়ার জন্য সেখানটার পরিবেশটাকেও অনেক সুন্দর করে তোলে। বিভিন্ন রকমের পাতা বাহারের গাছ হয় এবং প্রত্যেকটির সৌন্দর্য আলাদা রকম। আজকে আমি যে পাতাবাহার গাছগুলোর ফটোগ্রাফি শেয়ার করবো, সেগুলো আমি কলকাতার একটি পার্ক থেকে তুলেছিলাম। বেশ কিছু দিন আগে আমি কলকাতার ওই পার্কে ঘুরাঘুরির জন্য গেছিলাম। সেখানে গিয়ে আমি এই পাতাবাহার গাছের সমারোহ দেখতে পেয়েছিলাম। সেখান থেকে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম আমি। তার মধ্যে থেকে আজ কিছু তোমাদের সাথে শেয়ার করলাম।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান: এলিয়ট পার্ক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল।
https://twitter.com/ronggin0/status/1754426462235742252?t=T5m9bbs4C0Gnv6_9VZm1Xw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ এই পাতাবাহার টা এখন তেমন দেখা যায় না। আমরা এটাকে কৈলাস বলতাম। দারুণ হয়েছে ছবি গুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এর নাম এটাও হয় তা আমার জানা ছিল না ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit