ইকো পার্ক থেকে তোলা ফুলের ফটোগ্রাফি

in hive-144064 •  2 years ago 

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

আজকের ব্লগে প্রথমেই সবাইকে স্বাগতম জানাই। আজকের ব্লগে তোমাদের সাথে ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। ফুলের ছবিগুলো তুলতে আমার সব থেকে বেশি ভালো লাগে তার কারণ হলো ফুলের ফটোগ্রাফি সুন্দরভাবে করা যায়। কোথাও কোন ফুল দেখলে আমি তাৎক্ষণিক সেখানে চলে যাই এবং কিছু ফটোগ্রাফি করে নি সব সময়। কয়েক মাস আগে বন্ধুদের সাথে গেছিলাম ইকোপার্কে। ইকো পার্ক সম্পর্কে নতুন করে বলার কিছু নাই । এটি শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের না ইন্ডিয়ার মধ্যে বৃহত্তম একটি পার্ক। এই পার্কটি অনেক সাজানো গোছানো। এই পার্কের চারপাশে শত শত আজকের শেয়ার করা ফুল গাছগুলো ছিল। আমি যখন গেছিলাম এই ফুল গাছে ফুল ফুটে থাকতে দেখেছিলাম। এই ফুল গাছ আগে আগাছা হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে এইগুলো চাষভিত্তিক ভাবে বড় করা হয়। বাইরের দেশগুলোতে এই ফুলের বেশ ডিমান্ড রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে সাজানোর কাজে, বিয়ে বাড়ি সাজানোর কাজে, বিয়ের গাড়ি সাজানোর কাজে সহ বিভিন্ন জায়গায় এই ফুলের ব্যবহার দেখা যায় দেশের বাইরে। এই ফুলগুলো বেশ প্রজাপতিকে আকৃষ্ট করে। এই জন্য প্রজাপতি বাগানে এই ফুলগুলো চাষ করা হয় প্রজাপতিকে আকৃষ্ট করার জন্য। এই ফুলগুলো বেশ কয়েকটি কালার এর হয় । আমি নিজে এই ফুলের তিনটি কালার দেখেছি। আজকের শেয়ার করা ফুলটি হলুদ কালারের।

InShot_20220912_233004329.jpg

InShot_20220912_232912102.jpg

InShot_20220912_232808033.jpg
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: ইকো পার্ক, ওয়েস্ট বেঙ্গল ।

InShot_20220912_233024176.jpg

InShot_20220912_233208732.jpg

InShot_20220912_233234384.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনইকো পার্ক, ওয়েস্ট বেঙ্গল।

আজকের শেয়ার করা ইকো পার্ক থেকে তোলা ফুলের ফটোগ্রাফি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Wow, your flowers photography is just awesome.

Thanks for your valuable comment sister.

ইকো পার্কে এমনিতেই প্রচুর ফুলের সমাহার থাকে। আর তোমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই বেশ ভালো লাগলো। ফটোগুলো তোলা একদম পারফেক্ট হয়েছে।