আজ মনটা একটু খারাপ।।

in hive-144064 •  4 months ago 

iphone-5537230_1280.jpg

Source

বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আসলে আজকে আমার মনটা একটু খারাপ আমার ফোন রিলেটেড কারনে। আমার এই ফোনটা কিনেছি অনেক বছরই হয়ে গেছে। আমার এই ফোন স্যামসাং এর একটি ফোন। এতদিন খুব সুন্দর করে ব্যবহার করলেও লাস্ট কিছুদিন ধরে টুকটাক প্রবলেম দেখা দিচ্ছিলো ফোনে। আসলে ফোনের স্ক্রিনে কিছু ব্লাক স্পট দেখা গেছিল কয়েকদিন আগেই। তবে বিষয়টা আমি স্বাভাবিকভাবেই নিয়েছিলাম কারণ কাজ চালাতে কোন সমস্যা হচ্ছিল না। তাছাড়া যেহেতু আমার ফোনে সুপার এমোলেট ডিসপ্লে ব্যবহার করা রয়েছে। তাই এটা পরিবর্তন করতে গেলেও অনেক টাকার প্রয়োজন। তাই আমি কিছুদিন অপেক্ষা করছিলাম যদি এই স্ক্রিন দিয়েই কাজ চালানো যায়। তাছাড়া নতুন ফোন কিনতে গেলে এখন অনেক টাকাই খরচ হবে। সেজন্য আর নতুন ফোন কেনার কথা ভাবছিলাম না। হঠাৎ করে দেখি আমার ফোনের সেই কালো স্পটগুলো অনেকটা বড় হয়ে গেছে। যার ফলে বিভিন্ন ধরনের কাজ করতে অসুবিধা হয়ে যাচ্ছে। এই বিষয়টাই মনটা আজ অনেকটাই খারাপ রয়েছে। আসলে ইলেকট্রনিক্সের জিনিসের পুরোপুরি ভরসা করা যায় না। কারণ বেশি দিন হয়ে গেলে সেগুলো নষ্ট হবে, এটাই স্বাভাবিক যতই নামিদামি কোম্পানির হোক না কেন। তবে এটা ঠিক করে নেব নাকি নতুন ফোন কিনব, সেটা নিয়ে অনেকটা কনফিউশনে আছি। আপাতত এই পরিস্থিতির কারণে মনটা একটু খারাপ। তাই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png