অন্যরকম সুন্দর কিছু ফটোগ্রাফি || BOC | মে-০৩/০৫/২০২২ || ১০% @boc এর জন্য বরাদ্দ।

in hive-144064 •  3 years ago  (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই..? আশাকরি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম।

প্রথমত সবাইকে জানাই ঈদ মোবারক । ঈদ মানে খুশি, ঈদ মানে হাসি ছোটবেলা থেকে এমনই শুনে এসেছি সব সময় এবং দেখে এসেছি আমার প্রতিবেশী ,বন্ধু-বান্ধবদের মধ্যে। আমি একজন হিন্দু ধর্মাবলম্বী কিন্তু আমি প্রত্যেক ধর্মকে সমানভাবে সম্মান করি। ঈদ মুসলমান ধর্মালম্বীদের জন্য সবথেকে বড় উৎসব। ছোটবেলা থেকে আমরা এটাই শিখে এসেছি ধর্ম যার যার উৎসব সবার। সেইজন্য ঈদ যখন আসে আমিও আমার বন্ধু বান্ধবের সাথে ঈদ উৎসব পালন করি সব সময় । সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক সবার জন্য এই প্রার্থনা রইল ।

আজকে কিছু অন্যরকম ফটো আপনাদের সাথে share করতে চলেছি। জানিনা কেমন লাগবে আপনাদের। তবে ভালো রেসপন্স পেলে আরো ভালো করে দেওয়ার চেষ্টা করবো।

আজকের ফটগুলো নিয়ে তেমন কিছু বলার নাই। তাও কিছুটা বলার চেষ্টা করছি।কিছুদিন আগে আমি পুরোনো কলকাতার একটা পার্কের মধ্যে দিয়ে হেটে যাওয়ার সময় কিছু জিনিস আমার খুব ভালো লাগে। হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা কিছু পুরনো বটগাছ। যাদের দেখলেই মনে হয় হাজারো ইতিহাস এর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই গাছ গুলো।

কিছু ফটো তুলেছিলাম তখন। খুব ভালো লেগেছিল তাই। ওই ফটো গুলো এখন আপনাদের সাথে share করতে চলেছি।

【◆●🎊🎊🎊🎊●◆】

20220426_161942.jpg

【◆●🎊🎊🎊🎊●◆】

20220426_162109.jpg

【◆●🎊🎊🎊🎊●◆】

20220426_162128.jpg

【◆●🎊🎊🎊🎊●◆】

20220426_162140.jpg

【◆●🎊🎊🎊🎊●◆】

20220426_162352.jpg

【◆●🎊🎊🎊🎊●◆】

20220426_162411.jpg

【◆●🎊🎊🎊🎊●◆】

20220426_162218.jpg

【◆●🎊🎊🎊🎊●◆】

20220426_162018.jpg

যাই হোক আজকের পর্ব টা এই পর্যন্ত ছিল । আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।

【◆●🎊🎊ধন্যবাদ সবাইকে🎊🎊●◆】

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for entertaining us all with your photography, I love seeing it.

Thank you so much, brother ...

Just outstanding photography and amazing editing. Nice to see your photography. keep it up. Good luck to you.
image.png

Thank you so much for this comment