Hello friends,
কেমন আছেন সবাই..…? আশা করি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। সৃজনী শিল্পগ্রাম এর নতুন আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের সামনে সাঁওতালি মহিলাদের কিছু নাচের মুহূর্তের ফটো দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে।
সৃজনী শিল্পগ্রাম আসলে কোন গ্রাম নয়। এটাকে এক কথায় সাংস্কৃতিক মঞ্চ বলা যেতে পারে। এখানে বিভিন্ন অঞ্চলের তাদের নিজস্ব কালচার তুলে ধরা হয়েছে।তুলে ধরা হয়েছে বিভিন্ন আদিবাসীদের ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। আগের পর্ব গুলোতে ওই গুলো নিয়ে মোটামুটি আলোচনা করেছি। তবে আজকের বিষয় টা অন্যরকম।
সৃজনী শিল্পগ্রাম এর মধ্যে অবস্থিত জাদুঘরটি ঘোরা শেষ করে যখন আমরা একটু রেস্ট নিচ্ছিলাম তখনই আমাদের কানে এক মধুর শব্দ আসে। উদশুক হয়ে কাছে যেতে দেখি এক দল সাঁওতালি মহিলারা তাদের নিজস্ব গানের তালে নাচ করছে। এবং তার সাথে সাথে বাইরে থেকে ঘুরতে আশা লোকজন তাদের সাথে তাল দিয়ে নাচ করছে।
সাঁওতালি মহিলারা খুব পরিশ্রমী হয়। পুরুষদের তুলনায় তারা অনেক বেশি কর্মঠ। এবং সংসারের অর্থের যোগান অধিকাংশ সময় তারাই বহন করে। যত সময় ওখানে ছিলাম সত্যি কথা বলতে তাদের নাচ দেখে খুব মুগ্ধ হয়েছিলাম। চলুন তাদের কিছু নাচের সুন্দর মুহূর্ত দেখে আসি।
আশা করছি আজকের পর্ব আপনাদের ভাল লেগেছে ।আর ভাল লাগলে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন।
Wow, this is eren.
Wouldn't that thing fall over his head?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
It becomes a habit to do... So there is no possibility of falling... Thank you brother for your comment
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Outstanding blog. Thanks a lot for sharing such a amazing blog with us.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for your comment
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit