আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু
সবাই কেমন আছেন? আশাকরি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন ।
আমি সানিয়া বিনতে মাসউদ। আমার steemit ইউজার নেইম @saniabinte। মাদারীপুর জেলার কালকিনি থানাতে আমার গ্রামের বাড়ি । বর্তমানে আমি ঢাকা, বনশ্রী থেকে বলছি।
ছোটবেলা থেকেই শহরে থাকি। কোলাহল মুক্ত পরিবেশ আমার বেশী পছন্দ।বিকেলটা আমার বেশ কাটতো পাড়ার বান্ধবীদের সাথে। সারাদিন অপেক্ষায় থাকতাম কখন আমার স্কুল শেষ হবে। আমার বন্ধবী সংখ্যা ছিল পাঁচ জন।স্কুল শেষ করে বাড়ি এসে নিজের সব কাজ শেষ করে অপেক্ষায় থাকতাম কখন বিকেল হবে আর ওদের সাথে একটু সময় কাটাবো।কিন্তু মায়ের বারণ ছিল বেশি আড্ডা দেওয়া যাবে না। কি আর করার বাধ্য মেয়ের মত মায়ের কথা শুনতাম।আমাদের এলাকার নয়,এমন অনেক ছা্ত্রী, বহুদূর থেকে হেটে আমাদের বাড়ীর সামনের রাস্তা দিয়ে স্কুলে পড়তে আসত। খেলা-ধুলোর প্রতি আমার খুব আগ্রহ ছিল।
সীমিত বান্ধবী থাকার কারণে আমার শিশুকাল কেটেছে নিজের সাথে নিজে কথা বলে।বেশির ভাগ সময় আমার একাই কাটতো। বড় আপু নিজের পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকতো,আর ছোট বোন ওর মতো করে সময় কাটাতো। গাছ লাগাতে আমার বেশ ভালো লাগতো।আমার বাড়ির আঙিনায় আমি আনের ধরণের ফুল গাছ লাগিয়েছিলাম। ভোর বেলা ঘুম থেকে উঠে আগেই আমার বাগানে যেতাম। ওদের সাথে অনেকটা সময় কাটাতাম। স্কুলের পড়া কবিতা, গল্প, ছড়া তাদের শিখাতাম। তারপর প্রতিদন গাছের ফুল গুনতাম।যে দিন গাছে অনেক ফুল ফুটতো ঐদিন আমার আনন্দের কোণ সীমা থাকতো না। ছোট বেলা থেকেই আমি একটু দুষ্ট প্রকৃতির। তাই মাঝে মধ্যে ঘরের সবাইকে অনেক বিনোদন দিতাম আর সবাই এইটা খুব পছন্দ করতো।
আমার বাবা একজন প্রবাশী এবং আমার মা একজন গৃহিণী। আমরা তিন বোন। আমার একটা বড় বোন ও একটা ছোট বোন আছে। আমি বোনেদের মধ্যে মেঝ। আমার বড় বোনের নাম দানিয়া সুলতানা মুন্নী। আর ছোট বোনের নাম নাদিয়া বিনতে মাসউদ। বর্তমানে আমরা তিন বোন’ই ঢাকা থাকি। আর বাব মা মাদারীপুর গ্রামে থাকেন।
আমি ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাদারীপুর থেকে এসএসসি পাস করি ২০১০ সালে, পরে আমি ঢাকা চলে আসি, ঢাকায় এসে ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করি, ডিপ্লোমা শেষ করি ২০১৪ সালে। ডিপ্লোমা পাশ করে চাকরিতে মনোনিবেশ করি। টানা দুই বছর আমি চাকরি করি। এরপর পরিবারের ইচ্ছায় আমি বিয়ে করি। বিয়ের পরে হাসবেন্ড এর কথায় আবার নতুন করে পড়াশুনা শুরু করি। এরপর আমি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হই। এখান থেকে আমি কম্পিউটার সাইন্স থেকে বি এস সি শেষ করি ২০২১ সালে। আমি এখন ২৮ বছর বয়সী এবং বিবাহিতা।
পড়াশুনা শেষ করে আর চাকরিতে ঢোকা হয় নি। তাই সাংসারিক কাজ শেষে আবসার সময়ে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকি। আমি ছবি আকঁতে খুব ভালোবাসি। সুযোগ পেলেই রঙ নিয়ে খেলাতে বসি। পেপের ক্রাফটিং আমার অন্যতম একটি পচ্ছন্দের কাজ। তা’ছাড়া গ্লাস পেন্টিং করতেও অনেক ভালোলাগে। মেহেদী দিয়ে ডিজাইন করতে ভালো লাগে। যখন আমাদের কোন অনুষ্ঠান থাকে ,আমার কাছে লম্বা লাইল পরে মেহেদী পরার জন্য। যেহেতু আমি বর্তমানে গৃহিণী সব সময় রান্না করতে হয়। এই টুকটাক রান্না করতে করতে রান্নাটা এখন নেশার মতো হয়ে গেছে।আলহামদুলিল্লাহ্ এখন সব ধরনের রান্না করতে পারি।
ভ্রমন করতে আমার খুব ভালো লাগে। ইতিমধ্যে বাংলাদেশের আনেক যায়গায় আমার ভ্রমন করা হয়েছে। যেমনঃ কুয়াকাটা, বরিশাল, ফরিদপুর, খুলনা, যশোর, চট্টগ্রাম, খাগরাছড়ি, বান্দারবান, রাঙ্গামাটি, সেন্টমার্টিন, সাজেক, কক্সবাজার। পাহাড় আমার অনেক পছন্দ। তাই সুযোগ পেলেই পাহাড়ে চলে যাই। এই জন্য সবচেয়ে বেশি ভ্রমন করা হয়েছে বান্দারবান জেলায় ।আমার হাসবেন্ড ও অনেক ভ্রমন পিপাসু মানুষ তার সাথে থেকে আমার ভ্রমনের নেশাটা আরো বেড়ে গিয়েছে। বলা চলে সে এখন আমার ভ্রমন সঙ্গি।
শৈশব থেকে প্রযুক্তির প্রতি আমার বিশেষ চাহিদাই আমার অনলাইন জগতে আসার কারণ। সেই কারনে দিনের বেশি ভাগ সময় ইউটিউবে দিতাম। আবসর সময়ে টুকটাক লেখালেখি করতে করতে লেখালেখির ছন্দে আগমন। আমি সবসময় ডায়েরী লিখাতাম, এখনো লিখি। একদিন ইউটিউব থেকে steemit সম্পর্কে আমি জানতে পারি।
কম্পিউটার এর কাছাকাছি থাকা আমাকে আনন্দ দেয়। অবসর সময়টা আমি কম্পিউটার নিয়েই থাকি। লেখায় আগ্রহ থাকলেও ব্যস্ততার করেনে লেখা গুছিয়ে উঠতে সময় লেগেছে।
অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাহায্য প্রত্যাশী মানুষকে সহায়তা করতে আমার ভালো লাগে-যার কারনে বেশীর ভাগ সময়ে অনলাইনে থাকি। আমি যতটুকু জানি তার পুরাটাই দিয়ে মানুষকে সাহায্য করতে পছন্দ করি।
খাবার দাবারের মধ্যে চকলেট আমার খুবই পচ্ছন্দের।আমি এখনো বাচ্চাদের মতো চকলেট খাই। তাই আমার হাসবেন্ড প্রতিদিন আমার জন্য মনে করে চকলেট নিয়ে আসে। তাছাড়া ফুচকা, চটপটি , আইসক্রিম আমার ভালো লাগে।
আমার পচ্ছন্দের কথা বলে শেষ করা যাবে না। মুভি দেখা, এনিমেশন, কার্টুন, সিরিজ অনেক ভালো লাগে। আমি যে কোন ভাষার মুভি ,সিরিজ দেখি শুধু সাবটাইটেল থাকলেই হয়। ছোটবেলা থেকে ঠিক এখন পর্যন্ত আমার প্রিয় কার্টুন হচ্ছে ট্ম এন্ড জেরি। থ্রিলার, হরর, এ্যাকশন এই টাইপের মুভি, সিরিজ অনেক ভালোলাগে।
এইতো এটাই ছিল আমার ছোট্ট করে আমার পরিচিতি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিতে পেরে আমি খুব আনন্দিত। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন। আজ তাহলে আশি, আবার দেখা হবে নতুন কোন পোষ্টে। সে পর্যন্ত আল্লাহ্ হাফেজ।
ধন্যবাদ সবাইকে…………
আমার achievement 1 এর লিংক https://steemit.com/hive-172186/@saniabinte/achievement-1-my-first-introduction-post-saniabinte
Hi, @saniabinte
Follow these steps to get yourself verified in the community.
Make sure you add a verification picture in your introduction post
What is Verification Picture:
Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username
for more information join us on Discord
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@shy-bot Yes, I've done it all before. Thank you.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for Joining our BOC community.
Keep sharing creative and quality content. You can share creative content like Art, Photography, Traveling, Music, Poetry, Lifestyle, etc without any limits. I would like to request you join our discord server by just clicking on the above BoC poster.
Some Rules and Regulations that you must have to follow. Community Rules.
Join us on Discord
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@faisalamin Thank you so much, sir, For welcoming me on this nice platform. I am very happy to join this community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit