Want to success. Mast needed team work...

in hive-144064 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম বিউটি অফ ক্রিটিভিটি।আশা করি সবাই ভাল আছেন এবং আমি আজ অনেক ভালো আছি। আজ শুক্রবার। 9 ই জুলাই 2021 রোজ শুক্রবার। শুভ হোক সবার দিনটি। তবে দিনটি প্রায় শেষ। বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো দলগত কাজ নিয়ে

meeting-1453895__480.webp
Source

দলগত কাজ

আমরা যদি যেকোনো কাজে খুব দ্রুততার সাথে করতে পারি তবে সেটি আমাদের জীবনের জন্য ভালো।তবে একটি কাজ খুব দ্রুত এবং সফল কঠোরভাবে করার জন্য আমাদের কঠোর পরিশ্রমী হতে হয়।

হয়তো এই কঠোর পরিশ্রম করতে করতে একসময় আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ি। পরে সেই কাজের প্রতি আমাদের মনোযোগ উঠে যায়।

সুতরাং এক্ষেত্রে আপনি কি কোন উপায় খুঁজছেন? না অবশ্যই কোন না কোন উপায়ে তো আছেই। পৃথিবীতে এমন কোন কাজ নেই যেটি মানুষ করতে সক্ষম নয়।

তাই পৃথিবীতে এমন কোন কাজ নেই যদি আপনি করতে পারবেন না। আর সে ক্ষেত্রে আমার সাজেশন হবে দলগত কাজ বা টিম ওয়ার্ক

what is team work

সবাই মিলে মিশে একসঙ্গে দলবদ্ধ হয়ে কাজ করাকে টিমোয়ার বলা হয়। সবাই মিলে আমরা যদি একসঙ্গে মিলেমিশে কাজ করি সেই কাজ অবশ্যই সফলতা নিশ্চিত

আর যদি সেই কাজে সফলতা না আসে তাহলে অবশ্যই সেই কাজ থেকে আমাদের কোনো ক্ষতি হবে না। বাংলায় একটি প্রবাদ আছে,

দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ

আমরা যদি যেকোনো কাজ দলগতভাবে করতে পারি তাহলে অবশ্যই আমাদের সেই কাজে সফলতা আসবে আমরা সেই কাজ থেকে যথেষ্ট পরিমাণে উন্নয়নের সম্ভাবনা দেখতে সক্ষম হব
kanban-4051777__480.webp
Source

তবে সকল কাজে আমাদের প্রধানত চারটি ধাপ অবলম্বন করতে হবে।

প্রথমত আমাদের সেই কাজ সম্পর্কে ধারণা গ্রহণ করতে হবে।কেননা কোন কাজ সম্পর্কে যদি আমাকে যথেষ্ট ধারণা থাকে তাহলে আমরা সেই কাজ কখনই করতে পারব না। তাই যে কোন কাজ করার ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী কাজ করতে হবে এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশেষ কথা প্রথম শুরুতে আমাদের প্ল্যান টা ঠিক রাখতে হবে।

দ্বিতীয় পর্যায়ে আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। পাশাপাশি আপনার কাজের যথাযথ মূল্যায়ন দিতে হবে এবং সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। আপনার চিন্তাভাবনা কি সুন্দর এবং সাবলীল তৈরি করতে হবে এবং মনের ভিতর যথেষ্ট পরিমাণে কনফিডেন্স তৈরি করতে হবে।

কনফিডেন্স ছাড়া কোন কাজ করা সম্ভব নয়।সুতরাং টিম তৈরি করতে হবে এবং সেই টিম অনুযায়ী আপনার কাজগুলোকে চালিয়ে যেতে হবে। এবং কখনোই মন দুর্বল করা যাবে না। লক্ষ্য স্থির রেখে সোজা তীর নিক্ষেপ করতে হবে আপনার গন্তব্য স্থলে

সঠিক পদক্ষেপ + লক্ষ্যমাত্রা স্থির+সেই অনুযায়ী কাজ =সফলতা

আর আপনি যদি এই দুই থেকে তিনটি ধাপ অতিক্রম করতে পারেন তাহলে আপনি সফলতা নিশ্চিত। সুতরাং এক্ষেত্রে আমাদের দলগত কাজের বিষয়ে একটি ভূমিকা রয়েছে

আপনি যদি উপরোক্ত কাজগুলো করতে গিয়ে কোনভাবে বাধাপ্রাপ্ত হন তাহলে আপনার কখনোই কোনো সমস্যা হবে না

কেননা দলগত কাজ করার ক্ষেত্রে 10 থেকে 12 জন যদি একটি কাজ সম্পাদন করেন সেই কাজে জগত যদি কখনো হার আসে আপনার কোন সমস্যা হবে না। সুতরাং এক্ষেত্রে দলগত কাজের গুরুত্ব এবং ভূমিকা অপরিসীম

তাই সবাইকে দলগত কাজ করার জন্য গৃহ আহ্বান জানাচ্ছি

©©

@photoman @rme @curators @abduhawab @hafizullah @royalmacro @boominf

see yoy

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!