সেলিনা সাথী
একলা ঘরে যখন তুমি
করছিলে ধরফর
আমি ছাড়া সবাই তোমার
হয়েছিল পর
জীবন যখন আষ্টেপিষ্টে
পড়েছিল ধরা
এমনি সময় আমার হাতে
পরালে হাতকড়া।
আজকে যখন সব দিয়েছি
রাঙিয়েছি মন,
প্রিয় হতে পারিনি
ছিলাম প্রয়োজন।
জীবন যখন নানা রঙের
রংতুলিতে গড়া,
সবাই তোমার প্রিয় এখন
আমি বেঁচে মরা।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
Cc:
Beautiful lines, Good to read your Kavita 'DEAD' 🙂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
I really like your dead poem... 😆
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit