ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
হ্যালো প্রিয় বন্ধুরা আজকে পুনরায় আমার ফটোগ্রাফি পোস্টে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি। আমার আজকের ফটোগ্রাফি পোস্ট এর আয়োজন হচ্ছে ক্যালেন্ডুলা ফুলকে নিয়ে। চমৎকার এবং অসম্ভব সৌন্দর্যপূর্ণ একটি ফুল। যা শীতকালীন সময়ে অধিক বেশি পরিচিত। মোট কথা এই ফুলকে শীতকালীন ফুল বলা হয়। কেননা কেবলমাত্র শীতকালে এই ফুলকে লক্ষ্য করা যায়। আর ক্যালেন্ডুলা ফুলের বৈশিষ্ট্য হচ্ছে রোদ প্রিয়, মানে ছায়াতে এই ফুল হয় না আর যদিও বা গাছ হয় তবে ফুল ধরে না। সেপ্টেম্বর অক্টোবরের দিক বীজ রোপন করতে হয় আর দুই থেকে তিন মাসের মধ্যেই ফুলগাছে ফুল ধরে। সূর্যমুখী ফুলের মতই চতুর্দিকে সুন্দর করে গোলাকার এবং পাপড়ি গুলো ঝাঁঝ কাটা আর মাঝখানে সুন্দর একটি বিন্দু থাকে। গাছ প্রায় ৩০ থেকে ৪০ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। আর একটি গাছে একটি মাত্র ডাটা হয় এবং লম্বা ডাটার উপর একটি ফুল হয়। লাল,হলুদ বর্ণের ক্যালেন্ডুলা ফুল সর্বাধিক লক্ষ্য করা যায় আমাদের দেশে। কথিত আছে এই ফুলের নামকরণ করা হয় ল্যাটিন শব্দ থেকে। গাছ থেকে এই ফুলকে ছেড়ার পর বেশিদিন টিকে থাকতে পারে না। হালকা সুগন্ধ রয়েছে। বাজারে শীতকালীন ফুল হিসেবে অনেক বেশি জনপ্রিয় ফুল গুলির মধ্যে ক্যালেন্ডুলা ফুল অন্যতম। চলুন বন্ধুরা আমার আজকের করা ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
আপনি অনেক সুন্দর করে ফুলগুলো ফটোগ্রাফি করেছেন। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit