ফটোগ্রাফি পোস্ট।। চায়না পিংক।।

in hive-144064 •  3 months ago 
❤️হ্যালো❤️

বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid540 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।

IMG_20240124_172931.jpg

ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।

❤️ পছন্দের ফটোগ্রাফি গুলি❤️

বন্ধুরা আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে প্রতিনিয়ত নিত্য নতুন রকমের ফুলের ফটোগ্রাফি গুলি শেয়ার করতে। তারই ধারাবাহিকতায় আজকের ফটোগ্রাফি পোস্টে রয়েছে চায়না পিংক নামের একটি ইউনিক ফুল। নামটি শুনেই হয়তোবা বুঝে গেছেন এটি একটি অজানা প্রকৃতির ফুল। ফেব্রুয়ারি মাসে এই ফুলের বীজ রোপন করলে মার্চ বা এপ্রিল মাসের দিক ফুল পাওয়া যায়। এই ফুলের গাছ প্রায় ৩০ থেকে ৪৫ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। সুবাস এবং ঘ্রাণে অতুলনীয়। এই ফুলের পাপড়ির মাথাগুলো করাতের মত ঝাঁঝ কাটা হয়ে থাকে । ফুলটির চতুর্দিকে এক কালারের হয়ে থাকলেও মাঝখানের অংশটিতে অন্য একটি কালার হয়ে থাকে যা এই ফুলের সৌন্দর্যকে দ্বিগুণ হারে বাড়িয়ে তুলে। বাজারে মোটামুটি এই ফুলের চাহিদা আছে বললেই চলে। আমাদের দেশ ছাড়াও এশিয়ার অনেক কান্ট্রিতে এই ফুলের ব্যবহার এবং উৎপাদন লক্ষ্য করা যায়। আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম একটি ফুলের নার্সারি থেকে। চলুন বন্ধুরা আমার আজকের চায়না পিংক নামের ফুলটির ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।

IMG_20240124_172931.jpg

IMG_20240124_172928.jpg

IMG_20240124_172924.jpg

IMG_20240124_172920.jpg

IMG_20240124_172917.jpg

IMG_20240124_172910.jpg

IMG_20240124_172855.jpg

❤️The End❤️

বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BWKv98gTbE1TzYxKxSHqXe...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

❤️পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ❤️

k75bsZMwYNu2L3iBMXq5y7xeiy1isFJsZxnMZSXuXEsxe4ee1cUkGyPJCLZGCQakf7rhdF4BCfDEoapH4mouM2Aj146hJMSXi5HTTVzEz8XniqvusjNXQUvd6kFHpbLjdG3Z8nsUFv1dnwNyF9UpV6ZzrnVNin21C.png

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3Rp5T1Aj83qwWXbYzKZLUma3XzAsJ7UoKSejtoYXxVGV3kHf8Uo7UdHQJYZHUi5gx9LPQXZyuHqAsReGqf...YUgm8z2tK3Hr7tLML4RyHcCDo3af4EkZ1S1UbbQfxR4yLQ4jwG4LZyb3gUseycTTMAnyU1KuY3dBanNZeVa5KTsPVYSpcVb2e8L22BVgAkEwUBSizJYW2bQRTC.png

IMG_20240209_112934_1.jpg

আমি মোঃ শাহিদ ইসলাম। আমি রংপুর বিভাগের রংপুর জেলায় বসবাস করি। আমি একজন বাঙালি হিসেবে মাতৃভাষা বাংলায় কথা বলতে এবং বাংলায় নিজেকে প্রকাশ করতে ভীষণ রকম স্বাচ্ছন্দ্যবোধ করি। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়, রংপুর কারমাইকেল কলেজ এর(IHC )ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাদ্রাসা থেকে ফাজিল করতেছি। সবথেকে বড় পরিচয় আমি "বিউটি অফ ক্রিয়েটিভিটি"কমিউনিটির একজন ভেরিফাইড ব্লগার। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব। তাছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় কনটেন্ট লেখা-লেখি,কবিতা লেখা ,আর্ট করা ,ওয়ালমেট তৈরি , অরিগামী ডিজাইন, ফটোগ্রাফি করা ,গজল-গান কভার করা, ভ্রমণ করা,রেসিপি রিভিউ, কবিতা আবৃতি সহ সব রকম কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, লক্ষ্য স্থির, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। সর্বোপরি বড় দাদা এবং ছোট দাদার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দীর্ঘায়ু কামনা করছি।

APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiNQZMwLugdSp3uqms5vy2mBSzFXGayCQ89zkBUH9WJkpJyLtrjBFWFg3yqJLgMpGXpKhoS7sRn5caj7o7E...okWcbV7VCrdshaTLgcMPZmGgv1EUs7rKcDejZqhvw3cPa35fbfbMp99zZNpB8cMkTyWhtbyLEmPVy8QBYtG2hcHEjm4GepX64cwR1WHiuRyC5d7EFb9axxoEFf.gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z9vojSzPMCnbieBgiAb8pjZHW626dgKRiHLBLtxjKJTBnsvd4HE4DDMisWyyHn6xBGzZjStB4mT3nbVGzunK1YuMuDqRQ.jpeg

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

vote@bangla.witness as a witness

received_686410693469029.jpeg

or

Set@rme as your proxy

received_1423949511668636.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

I loved seeing your pink flowers. Thank you for the beautiful photography of the flowers.

সৌন্দর্যময় এই ফুলে ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম ভালো লেগেছে আমার

চায়না পিংক আমার অনেক বেশি পছন্দের একটি ফুল। আপনি খুবই চমৎকারভাবে ফটোগ্রাফি করেছেন যা দেখে বেশ ভালো লাগলো।

বাহ ভাই চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি করার হাত খুব অসাধারণ। ফটোগ্রাফির ক্যাপচার গুলো খুব দারুণ হয়েছে। এককথায় জাস্ট অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন।

আপনার ফটোগ্রাফি দেখার কারণে ভালো লেগেছে ভীষণ। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছা করে না।

আপনি অনেক চমৎকার করে ফটোগ্রাফি গুলো করেছেন। আপনার সব সময় ফটোগ্রাফি গুলো অনেক অনেক সুন্দর হয়ে থাকে।

বাহ আজকে কিন্তু খুব সুন্দর ফটোগ্রাফি করলেন আপনি। এভাবে যদি ফটোগ্রাফি সব সময় করেন তাহলে সবার কাছে আপনার ফটোগ্রাফি সেরা হবে। আপনি এমনিতেও বেশ ভালো ফটোগ্রাফি করেন।