ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
হ্যালো বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমার আজকের ফটোগ্রাফির আয়োজন হচ্ছে রঙ্গন ফুল। একটি বহুল পরিচিত ফুল। আমাদের দেশের আনাচে-কানাচে এই ফুল হয়ে থাকে। তাইতো সবার অনেক বেশি প্রিয় হয়ে থাকে এবং অনেকের পরিচিত হয়ে থাকে। রঙ্গল ফুল বেশ কয়েক ধরনের হয়ে থাকে। যেমন লাল, হলুদ ,কমলা এবং হালকা বেগুনি কালার। আমাদের দেশে বাগান গুলোতে সব থেকে অতি পরিচিত ফুলগুলোর মধ্যে একটি হচ্ছে রঙ্গন ফুল। এই ফুলকে অনেকেই আবার বাসাবাড়ির তাদের সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে রঙ্গন ফুল লাগিয়ে থাকে। এই ফুলের চাহিদা এবং জনপ্রিয়তা এ কারণেই বেশি হয়ে থাকে কেননা এই ফুলের স্থায়িত্ব অন্যান্য ফুল থেকে সব থেকে বেশি হয়ে থাকে। রঙ্গন ফুল গ্রীষ্ম এবং বর্ষা দুই ঋতুতেই ফুটে থাকে। জানা যায় বর্ষাকালে রঙ্গন ফুল সব থেকে বেশি লক্ষ্য করা যায়। রঙ্গন ফুল ফোটার জন্য প্রথমে অসংখ্য ঊর্ধ্বমুখী মঞ্জুরি বা কলিকে লক্ষ্য করা যায় তা ধীরে ধীরে পরিস্ফুটিত হয়ে সুন্দর একটি ফুলের আকৃতি নেই। হালকা সুভাষ ও রয়েছে। এই ফুল প্রতিকূল পরিবেশ সহিংসতা হওয়ার কারণে দিন দিন জনপ্রিয়তা বেড়েই চলেছে। রঙ্গন ফুল গাছের শাখা-প্রশাখা এবং ডাটা বেশ শক্ত। রঙ্গন ফুল সূর্যালোক বেশি পছন্দ করে তাই লাগালে অবশ্যই সূর্যালোকে লাগানোর চেষ্টা করবেন। যদিও বা এই ফুলকে বানিজ্যিকভাবে চাষাবাদ করা হয় না তারপরও বাজারে এই ফুলের বেশ কদর রয়েছে। রঙ্গন ফুল যখন পরিপূর্ণ ফুটে যায় তখন অন্যান্য যে কোন ফুলকে এর সৌন্দর্যের কাছে হার মানাতে সক্ষম।লাল রংয়ের রঙ্গন ফুলগুলি সব থেকে বেশি দৃষ্টিনন্দন হয়ে থাকে। চলুন আমার আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
The talent of photographers like you is truly inspiring. I wish you all the best as there is much to learn from experienced people like you.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় অনেক সুন্দর লাগে। আজকের ফটোগ্রাফি গুলো অনেক দারুন। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে সব সময় শেয়ার করে যান শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ দারুণ হয়েছে ফটোগ্রাফি গুলো। এরকম ফটোগ্রাফি দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে, ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit