বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid540 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
পছন্দের এবং আমার প্রিয় ফুল গুলির মধ্যে একটি হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল।একটু হলেও বেশি ভালো লাগা কাজ করে এই চন্দ্রমল্লিকা ফুলের প্রতি।এর মূল কারণ হচ্ছে এই ফুলের বৈশিষ্ট্য ।সুগন্ধ না থাকলেও এই সৌন্দর্য তা বরাবরই আমক ভীষণ মুদ্ধ করে।শুধু আমি নয় যে মানুষই এই ফুলকে একবার স্বচক্ষে দেখবে সে এই ফুলের প্রেমে পড়ে যাবে।ঠিক যেমন টা আমি।আমি আগে ফুল বিষয় তেমন একটা আগ্রহ প্রকাশ করতাম না,কিন্তু ফুল জগতে গোলাপের পরই প্রিয় ফুল গুলোর মধ্যে অন্যতম হলো চন্দ্রমল্লিকা ফুল।এই ফুলের পাপড়ির বৈশিষ্ট্য,ঘনত্ব কালার সব মিলিয়ে দৃষ্টিনন্দন একটি ফুল।গাছ প্রায় 40 সেন্টিমিটার অব্দি লম্বা হয়ে থাকে।এই ফুলটিও এককভাবে একটি লম্বা ডাটার মধ্যে একটি ফুল হয়ে থাকে।এই ফুল টিও প্রায় ডালিয়ার মত হয়ে থাকে।আমাদের দেশে চন্দ্রমল্লিকা ফুল প্রায় চার ধরনের হয়ে থাকে।তার মধ্যে আমার পোস্টে দেখানো ফটোগ্রাফির ফুলটি অন্যতমপাতা ছোট ছোট এবং ঝাঁঝ কাটার মত হয়ে থাকে।শীতকালীন সময় এই ফুলকে বেশি লক্ষ্য করা যায়।যাইহোক চলুন বন্ধুরা আমার আজকের করা চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
https://x.com/mdetshahidislam/status/1863402831073673504?t=WgjA_xTkWzuQHxW0LCJtXg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চন্দ্রমল্লিকা ফুল আমি এর আগেও দেখেছি। ফটোগ্রাফি করতে আমারও বেশ ভালো লাগে। আপনি খুবই চমৎকার ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে গুছিয়ে ফটোগ্রাফি গুলো শেয়ার করলে সেই ফটোগ্রাফি গুলো দেখতে। আসলে গুছিয়ে যদি ফটোগ্রাফি শেয়ার না করা হয় তাহলে ফটোগ্রাফি গুলো সুন্দর দেখায় না। যাই হোক আজকেও ভালো ফটোগ্রাফি শেয়ার করলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Every angle of your photography is beautiful and admirable. Every part of this photograph is so beautiful that it is impossible to explain or explain.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit