বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid540 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
আজকেও আপনাদের মাঝে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফি নিয়ে আসলাম। ফটোগ্রাফির প্রতি দিন দিন চাহিদা যেন বেড়েই চলেছে। প্রত্যেকটা ফটোগ্রাফির মধ্যে নিজের ইচ্ছা শক্তি গুলোকে খুঁজে পাই আমি। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলি ভীষণ ভালো লাগে করতে। আগেও বলেছি এখনও বলছি আমি একজন ফুলপ্রেমী মানুষ। বন্ধুরা আজকে আপনাদের মাঝে যে যে ফুলের ফটোগ্রাফি গুলি শেয়ার করেছি সেগুলো হচ্ছে। ডায়ান্থাস ফুল, এটি একটি বহুল পরিচিত ফুল। ফুলের সৌন্দর্য এবং সুভাষ দুটোই যেন অপূর্ব। গোলাপ ফুলের ফটোগ্রাফিও শেয়ার করেছি। গোলাপ ফুল নিয়ে নতুন করে বলার মত কিছুই নেই কেননা আমরা সকলেই জানি গোলাপ ফুল আমাদের সকলের কাছে কতটা প্রিয়। বেশ কয়েকটি বন্য ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। কিছু কিছু বন্য ফুল রয়েছে যেগুলো দেখতে ভীষণ সুন্দর দেখায়। নাম না জানা আরও একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। যেটা দেখতে প্রায় মাইক ফুলের ন্যায়। তারপরে ডালিয়া ফুল সহ কসমস ফুলের বেশ কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছি। কসমস এবং ডালিয়া ফুল দুটোই সৌন্দর্যতায় অপূর্ব। আশা করছি আমার আজকের ফটোগ্রাফি গুলি ভালো লাগবে।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
https://x.com/mdetshahid/status/1860198014633255054?t=eO77b9aKkSA5_HcAXTSA7A&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন তো আজকে আপনি। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লেগেছে আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো। দারুন লাগে যখন সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Seeing this photograph of yours made me feel better. I wish you good health so that you can gift us such beautiful photography from time to time.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit