বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid540 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
সজনে ফুল,যা অনেকের কাছেই অতি পরিচিত। শীতের মৌসুমের পরপরই যে ফুলকে প্রত্যেকটি সজনে গাছে লক্ষ্য করা যায়। সজনে গাছ এবং সজনে আমরা অনেকেই দেখেছি এবং খেয়েছি। কিন্তু অনেকেই হয়তো বা এই ফুলকে কখনো দেখেননি। এই ফুল হওয়ার পরপর ই গাছে কিন্তু সজনে হয়ে থাকে। যা বাজারে অধিক চড়া দামে বিক্রি করে উৎপাদনকারীরা। কেননা বাজারে সজনের ব্যাপক চাহিদা বিদ্যমান। এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিভিন্ন রেসিপিতে ইউজ করলে অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু হয়ে থাকে। যার কারণে সকলের কাছেই অধিক প্রিয়। আর এই ফুলকে দেখতে একদম কাঠগোলাপ ফুলের মতই। সাদা এবং হলুদ দুই রঙের মিশ্রণ এই ফুলের মধ্যে বিদ্যমান। ঘ্রান নেই কিন্তু তবুও দেখতে সুন্দর লাগে। যখন পুরো সজনে গাছে ফুল হয় তখন চমৎকার একটি দৃশ্য অবলোকন করা যায়। মনোরম এবং সৌন্দর্যতায় অদ্বিতীয় এই ফুল। সজনে ফুল কখনো বাজারজাত করা হয় না মূলত এটি গাছের মধ্যেই হয়ে থাকে আবার গাছ থেকেই আপনা আপনি ঝরে পড়ে যায় আর তারপরেই কিন্তু সজনে হয়ে থাকে। বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমার করা সজনে ফুলের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক.........
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
দারুন দারুন ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে। এ ধরনের ফটোগ্রাফির সবাই কম বেশি বেশ পছন্দ করে। ধাপে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক দিন পড়ে সজনে ফুল দেখে খুব ভালো লাগলো। অনেক ইউনিক একটা ফুলের ছবি শেয়ার করেছেন। সজনে ফুল খেতেও অনেক উপকারী। যদিও একটু তেতো স্বাদের তবুও ভীষণ পুষ্টিকর। আমাদের নানাবিধ রোগের হাত থেকে রক্ষা করে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit