বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid540 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
প্রিয় বন্ধুরা আমার ফটোগ্রাফি পোস্টের আজকের আয়োজন হচ্ছে নয়নতারা ফুল। সবার কাছেই অধিক পরিচিত। সেই সাথে অধিক সহজলভ্য ফুল ও বটে। নয়নতারা ফুলের গাছ দুই ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই ফুলকে যদিও বা তেমন একটা বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয় না তবে কমবেশি সবাই কিন্তু তাদের বাসার সৌন্দর্য বাড়াতে এই নয়ন তারা ফুল ব্যবহার করে থাকে। এগুলো লক্ষ্য করা যায় প্রায় স্কুল কলেজের মধ্যে আবার বাসাবাড়ির সামনে এমনকি বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন ফ্যাক্টরির সামনে লক্ষ্য
করা যায়। কেননা তেমন একটা পরিচর্যা করতে হয় না এই ফুলের। যদিও ঘ্রাণ নেই দেখতে কিন্তু ভীষণ সুন্দর। নয়নতারা ফুল আমাদের দেশে বেশ কয়েক জাতের হয়ে থাকে যেমন হালকা বেগুনি ,সাদা কালার, লাল কালার এবং হলুদ কালারসহ আরো বেশ কয়েক জাতের নয়ন তারা ফুল দেখা যায়। পাপড়ি খুব বেশি হলে চার থেকে পাঁচটার মত হয়ে থাকে। একটি ডাটার মধ্যে মাত্র একটি ফুল হয়ে থাকে। বেশ চমৎকার একটি ফুল। একসাথে যখন অনেকগুলো ফুল ফোটে তখন দেখতে বেজায় সুন্দর দেখায়। আমাদের দেশ সহ এই ফুলকে আফ্রিকার বেশ কয়েকটি দেশে লক্ষ্য করা যায়। যাই হোক চলুন বন্ধুরা আর দেরি না করে এইবার আমার করা ফটোগ্রাফি নয়ন তারা ফুলের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
ফটোগ্রাফি দেখতে ভীষণ সুন্দর লাগে আমার কাছে। এমনিতেই ফুল আমার খুব বেশি পছন্দের। আমাদের সাথে আজকের ফটোগ্রাফিটি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরনের সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখতে কার না অপছন্দ হবে। সত্যি অনেক ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
There is so much vibrancy in your photography work that no one will believe it unless they see it. Thank you so much for sharing your wonderful photography
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@beautycreativity this is my X promotion post link
X promotion post link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নয়ন তারা ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit