আর্ট আমার একটা মনের নেশা। স্টিমিট এ যুক্ত হওয়ার আগে থেকেই আমি আর্ট করতাম কিন্তু মাঝখানের দু'বছর কোন আর্ট এর সাথে যুক্ত থাকতে পারেনি কারণ চাকরি নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আর্ট করার সময় খুঁজেই পাইনি। আর তাছাড়াও আমার আর্ট গুলির কোন প্রায়োরিটি পাইনি কোথাও। কিন্তু এখন স্টিমিট এ যুক্ত হতে পেরে আমি নিজে অনেক গর্বিত। বর্তমান চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বাসায় বর্তমান বেকার রয়েছি তাই প্রতিদিন একটি করে পেন্সিল আর্ট করবই। আর সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব। চেষ্টা করব সর্বদা ইউনিক আর্ট গুলো করার জন্য। মন খারাপ থাকলে আর্ট করা এটা যেন একটা মনের দারুণ ইচ্ছা শক্তি। আজকেও আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি পেন্সিল আর্ট। আমি সাধারণত পেন্সিল আর্ট গুলোতে কালার করি না। কারণ কালার ছাড়াই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এছাড়াও আপনাদের ভালো লাগলে আরো দারুন ভাবে আর্ট করার চেষ্টা করব। চলুন বন্ধুরা আমার আর্ট এর প্রসেস গুলো ধাপে ধাপে দেখে নেওয়া যাক।
•একটি সাদা পেপার
•পেন্সিল, রাবার
প্রথম একটি বৃত্ত আর্ট করে নেব।
তারপরে চিত্র দেখানোর মতো করে উপরে মান্ডেলা আর্ট এর একটি ফুল আর্ট করে নেব।
পুনরায় নিচে আরো একটি ফুল আর্ট করে নিব।
নিচে আর্ট করা ফুলটির বাম দিকে গোলাপ ফুল আর্ট করে নিব। তারপর দুই সাইটে আরও দুটি সূর্যমুখী ফুল আর্ট করে নিব।
তারপর পুরো আর্ট টির মধ্যে 8B পেন্সিল দিয়ে গাঢ় করে কালি করে নিব।এখন নিচে আমি আমার সিগনেচার করে দিব।
হয়
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি তো দারুণ ভাবে ফুলের পেন্সিল আর্ট করেন। দেখে ভালো লাগলো।
জীবনে প্রথম আমিও কালকে একটি দৃশ্য আর্ট করেছি এবং রং করেছি। আসলে আর্ট করতে আমি ভয় পেতাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করতে করতেই একদিন দারুন দারুন সব আর্ট আপনিও করতে পারবেন আপু। আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit