কদু ফুলের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম।

in hive-144064 •  2 years ago 

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন, আমিও ভাল আছি আল্লাহর রহমতে।

আপনাদের সবাইকে আমার আরেকটা নতুন ফুলের ফটোগ্রাফি পোষ্টে স্বাগতম।

আজকে আমি আপনাদের সবার জন্য এমন একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি। সেই ফলটা হলো একটি কদু গাছের ফুল।
PhotoEditor_2022819192035561.jpg

এই ফুলগুলো দেখতে সত্যিই অনেক সুন্দর হয়। হদ গাছের ফুল নিয়ে আমার কিছু বলার নাই। আশা করি আপনারা সবাই কদম গাছের ফুল নিয়ে জানেন।

20220819_114521.jpg

20220819_114504.jpg

আমি শুধু এতোটুকুই বলবো কদু গাছের ফুল আর কমরা গাছের ফুল দোনোটাই এক কালার কিন্তু কুমড়া গাছের ফুল অনেক বড় হয়। তার চেয়ে অনেক ছোট কাগজের ফুল।

20220819_114508.jpg

20220819_114516.jpg

আর কচু গাছের ফুলের ভিতর অনেক পোকা মাকং বসে। তাই আমার কাছে কদু গাছের ফুল অনেক সুন্দর লাগে। কদু গাছে ফুল যত সুন্দর হবে বড় হবে ততই কদু অনেক বড় হবে।

20220819_114524.jpg

20220819_114512.jpg

আশা করি আমার ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে কচু গাছের ফুল শাবনূর অনেক দেখেছেন। তাই আর নতুন করে কদু গাছের ফুল নিয়ে কিছু বলার নেই আমার।

20220819_114537.jpg

20220819_114533.jpg

20220819_114528.jpg

সমাপ্তি

আমার পোস্টটি দেখানোর জন্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Nice photography!keep it up.

ধন্যবাদ।

বাহ আপনি তো খুব সুন্দর করে কদু ফুলের ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

ধন্যবাদ।

ওয়াও কদু ফুলের ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। সাথে উপস্থাপন খুবই সুন্দর ভাবে দিয়েছেন ধন্যবাদ।

ধন্যবাদ।

আপনার ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। এগিয়ে যান। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ।

Very nice post🌹🌹

ধন্যবাদ।

image.png

কদু ফুলের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো । হলুদ এই ফুলগুলো খুবই সুন্দর ভাবে আপনি ক্যাপচার করেছেন।

I'm really fascinated to see all of the photographs dear. It’s really great to see.