হ্যালো বন্ধুরা আপনারা সবাই আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজ আমি শীতকালীন কিছু সবজির ফোটোগ্রাফি শেয়ার করছি। আশা করি সবাই অনেক উপভোগ করবেন এবং আমিও সবসময়ই বাজার করতে খুব উপভোগ করি।আজ আমি মেমারি সবজি বাজারে গেছিলাম। সেখানে শীতকালীন কিছু সবজির ছবি তুলেছিলাম। এখন আপনাদের মাঝে শেয়ার করছি।
পাকা টমেটো
পাকা টমেটো শীতকালীন জনপ্রিয় সবজি। তবে পাকা টমেটো দিয়ে চাটনি খেতে বেশি ভালো লাগে। আশা করি সবাই অনেক উপভোগ করবেন আজকের সব সবজির ফোটোগ্রাফিগুলি।
শিম
শিম একটি শীতকালীন সবজি। শিম খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। আমিও খুব পছন্দ করি। তবে শিম ভাজি খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে।
মুলা
মুলাও শীতকালীন সবজির মধ্যে অন্যতম। সত্যি বলতে মুলা আমি অনেক বেশি পছন্দ না করলেও চিংড়ি মাছ ও কাঁকড়া দিয়ে খেতে বেশ লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগে।
পালং শাক
পালং শাকও শীতকালীন অনেক পুষ্টিগুন সম্পূর্ণ টেস্টি সবজি। আমিও খেতে খুব পছন্দ করি এবং আমি চিংড়ি দিয়ে রেসিপি করে খেতে বেশি টেস্ট পাওয়া যায়।
মিষ্টি কুমড়া
মিষ্টি কুমড়া প্রায় সারাবছর পাওয়া যায়।আশা করি আপনারা মিষ্টি কুমড়া অনেক বেশি পছন্দ করেন। নানাবিধ রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা যায়।
কঁচুর মুখী
কঁচুর মুখী আমারও একটা প্রিয় খাবার। কিন্তু নিরামিষ খেতে তেমন ভালো লাগে না। মাছ দিয়ে খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। এমনকি রাতে রান্না করা কঁচুর মুখীর তরকারি সকালে গরম করে খেতে বেশ লাগে।
ভেন্ডি
ভেন্ডিও অনেক পুষ্টিগুন সম্পূর্ণ সবজি। আমিও এই সবজি খেতে পছন্দ করি। তবে ভেন্ডি ভাজি খেতে বেশ টেস্টি হয়।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
Regards @simaroy
https://x.com/simaroy100/status/1859880344532721886
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit