হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন,আমিও মোটামুটি ভালো আছেন।আজ আমি আপনাদের সামনে আমার বাড়ি থেকে ২. ৫ কিলোমিটার দূরে একটা গেট করা আছে জল বেঁধে রাখার জন্য। আমাদের বাড়ির সামনে যে ক্যানেল রয়েছে সেই ক্যানেলের জল মাঝে মাঝে আটকে রাখার জন্য যে গেট করা আছে। সেই গেটের কিছু ফোটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি ভালো লাগবে।
গতকাল আমি এবং আমার বাবা বিকেলে ঘাসসিলের সেই গেটে গেছিলাম। আমরা সেখানে যাওয়ার পর কিছু সময় পার করেছিলাম। আমরা যখন গেছিলাম তখন ক্যানেলে ঝিরি ঝিরি করে জল যাচ্ছিল। এক মানুষ বসে বড়শি দিয়ে মাছ ধরছিলো। আমি ওই মুহূর্ত ক্যামেরা বন্দি করেছিলাম। এছাড়াও ক্যানেলে যাওয়া ঝিরি ঝিরি জলের ছবি এমনকি নিজের সেলফি তুলেছিলাম। আমি ওখানে ভালো মুহূর্ত উপভোগ করেছিলাম। আশা করি আপনারা সবাইও অনেক উপভোগ করবেন এই ফোটোগ্রাফিগুলি দেখে।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
Regards @simaroy
https://x.com/simaroy100/status/1859562129201954856
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit