পার্ট : ১.এক ঝলক নদীমাতৃক সভ্যতার চালচিত্র

in hive-144064 •  10 days ago 

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে কিছু ছবি শেয়ার করবো যার মধ্যে দিয়ে ইতিহাস কথা বলে। যা আমাদের পুরানো ঐতিহ্য বহন করে চলেছে যুগের পর যুগ ধরে। আশা করি সবাই এই দৃশ্যগুলি দেখে খুব উপভোগ করবেন।

IMG_20241112_085012.jpg

বারাসাতের কালী পূজা গোটা পশ্চিমবঙ্গ এর মধ্যে সেরা পূজা বলা চলে। নতুন নতুন থিমের মধ্যে দিয়ে এই পূজা হয়। এই বছরও বেশ কিছু দিন আগে পূজা হয়ে গেছে। আমরা পূজার একদিন আগে গেছিলাম পূজা মন্ডব পরিদর্শন করতে। বারাসাতে যেয়ে তিনটি পূজা প্যান্ডেল দেখেছিলাম। আজ আপনাদের সামনে বারাসাত ব্যায়াম সমিতির পূজা থিম ছিলো - "এক ঝলক নদীমাতৃক সভ্যতা ও বিলুপ্ত হওয়া বাতনায় নৌকা।"

IMG_20241112_075618.jpg

একজন নাপিত একজনকে টাক করে দিচ্ছে। নাপিত চুল কাটে এবং চুল ফেলে ন্যাড়া করে দেয়। সত্যি হিন্দু ধর্মে কেউ মারা গেলেও ন্যাড়া করে তার শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়। এটা ইতিহাসে যুগের পর যুগ সেই ঐতিহ্য মানুষ বহন করে চলেছে। আশা করি সবাই ছবি দেখে অনেক উপভোগ করবেন।

IMG_20241112_075645.jpg

একজন সবজি বিক্রেতা নানাবিধ সবজি মাথায় করে নিয়ে যাচ্ছে। সে বিক্রয়ের জন্যই মাথায় করে নিয়ে যাচ্ছে। আগে এই পদ্ধতি চলতো বেশি। এক মহিলা মাছ বিক্রি করছে। অনেকেই মাছ কিনে মাছ কেটে নেই। এক মহিলা মাছ বিক্রি করছে সঙ্গে মাছ কেটে দিচ্ছে। অপরূপ দৃশ্য দেখেও মন ভরে যাই।

IMG_20241112_075703.jpg

একজন মিষ্টি দোকানদার মিষ্টি বিক্রি করছে। সেই সঙ্গে জিলাপি ভাজছে। সেই দৃশ্য দেখে সকলেই অনেক উপভোগ করবে আশা রাখি। একজন মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে হাড়িতে করে। পুরানো সেই ঐতিহ্য দেখেও মন প্রাণ জুড়িয়ে যাই। সত্যি নবপল্লী ব্যায়াম সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানাই।তারা আরও সেই সকল চিত্র তুলে ধরেছে পরবর্তীতে আমি আপনাদের মাঝে শেয়ার করবো।

ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy

Regards @simaroy

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  10 days ago 

@tipu curate