এক নদীমাতৃক সভ্যতা পার্ট -৩

in hive-144064 •  14 days ago 

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে এক নদী মাতৃক সভ্যতা পার্ট ৩ শেয়ার করতে চলেছি। আশা করি সবাই খুব উপভোগ করবেন। আমিও অনেক উপভোগ করেছিলাম।

IMG_20241119_171351.jpg

বিভিন্ন ধরণের চারুশিল্পের সরঞ্জাম পাওয়া যাই।একজন মেয়ে দোকানের সরঞ্জাম গুলি দেখাচ্ছিল।একজন মূর্তি হাতে করে দাঁড়িয়ে আছে সে দেখাচ্ছে চারুশিল্পের সরঞ্জামগুলি।

IMG_20241119_171300.jpg

একজন চালের দোকানদার চাল বিক্রি করছে। একজন ক্রেতা এসে চালের দাম জিজ্ঞাসা করছে এমন মুহূর্ত দেখতেও অপূর্ব লাগে।

IMG_20241119_171321.jpg

একজন কাপড় বিক্রয় করছে নানাবিধ সাজে সজ্জিত কাপড় দেখাচ্ছে ক্রেতাকে। এই সকল কিছু ইতিহাসের শুরু থেকেই চলে আসছে।

IMG_20241119_171401.jpg

একজন কুমোর মাটি দিয়ে বিভিন্ন সরঞ্জাম তৈরি করে থাকে। সেই জিনিসপত্র গুলি বিক্রি করেই তারা জীবিকা নির্বাহ করে থাকে। অনাদিকাল থেকেই চলে আসছে।

IMG_20241119_171335.jpg

একজন লোক সিঁড়ি বেয়ে নামছে। সিঁড়ির উপরেই পাখি বসে আছে। সত্যিই দৃশ্যটি অতুলনীয়। আশা করি সকল ছবি গুলি সবাই খুব উপভোগ করবেন।

ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স

Regards @simaroy

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order: