the @beautyofcreativity
বিউটি সবসময়ই সুন্দর হয়ে থাকে।তাইতো আমার সারাদিনের ক্লান্তি ময় জীবন থেকে সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে শেয়ার করে থাকি এই কমিউনিটিতে।বিশেষ করে যদিও আমি সারাদিন খুব ক্লান্ত ভাবে জীবন যাপন করি তার পরেও যখন সময় পাই তখন আমার জীবনের বিনোদন এবং আনন্দঘন মুহূর্ত গুলো কে এই কমিউনিটিতে প্রকাশ করে থাকি।
কেননা এই কমিউনিটির মূল বিষয় হচ্ছে সুন্দর।কুসীদ কোন বিষয়কে জীবনে কোনো অংশেই যেমন হাই দেওয়া ঠিক নয় তেমনি এই কমিউনিটি তাও ঠিক তেমনই।।।
তাই আমার সারাদিনের কাটানো সময়গুলো ভেতর থেকে সুন্দর সুন্দর এবং আনন্দঘন মুহূর্ত গুলো কে আমি এখানে স্থান করে নেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
সুন্দর সবসময়ই সুন্দর
সুতরাং জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের কঠোর পরিশ্রমী হতে হয়।তাই আমিও নিজের জীবনকে সুন্দর করার জন্য একটু অতিরিক্ত পরিশ্রম করে যাচ্ছি প্রতিনিয়ত।
এগুলো হচ্ছে জীবনের কিছু উদ্দীপনা।
ছবি সংগ্রহে তথ্য
রাত দশটা বেজে 17 মিনিট। চারিদিকে নিস্তব্ধ এবং আমার গ্রামের মানুষগুলো প্রায় ঘুমিয়ে পড়েছে।নিস্তব্ধ শহর তার পরেও বড় বড় বিল্ডিং গুলোতে লাইক এর হাতছানি
কোম্পানির জরুরী সেট ম্যান এর জন্য অতিরিক্ত পরিশ্রম করানো হচ্ছে আমাদের বিয়ে। এক্ষেত্রে আমাদের কোন অভিযোগ নাই। বিশেষ করে যেহেতু কোম্পানির স্বার্থে করা হচ্ছে সেজন্য আমরা এখানে খুব আনন্দিত।
যখন রাতে সবাই বাসায় চলে গিয়েছিলো তখন আমরা প্রায় 15 থেকে 40 জনের মতো বন্ধু এক ফ্যাক্টরিতে কাজ করছিলাম।সেখান থেকে আমরা বন্ধুরা যখন সাউন্ড বক্সে গান দিয়ে আনন্দ করছিলাম তখন এই ছবিগুলো সংগ্রহ করেছিলেন।
এখানে প্রকৃতপক্ষে আমি এবং আমার তিনজন বন্ধু একসাথে গানের তালে তালে নাচ করেছিলাম এবং গান গাইছিলাম।
অতএব সুন্দর ছিল আমাদের এই মুহূর্তটা
আর এজন্যই আমি আমার আনন্দঘন মুহূর্ত গুলো কে # বিউটি অফ ক্রিটিভিটি
কমিউনিটিতে শেয়ার করে আনন্দ এবং অনেক অনেক মজা উপভোগ করছিলাম।
ফটোগ্রাফি | অরিজিনাল মোবাইল ফোন ক্যামেরা |
---|---|
ক্যামেরায় ছিলেন | @j44 |
Camera to mobile | স্যামসাং গ্যালাক্সি |
ফটোগ্রাফির সময় | ১০:১০ মিনিট |
লোকেশন | ন গাজীপুর |