Blue sky-নীল আকাশ ||| 1000+ sp need (100%) power upsteemCreated with Sketch.

in hive-144064 •  4 years ago 

নীল আকাশ।

নীল আকাশ দেখার গল্পটা বেশ আনন্দের। যে আকাশে ভেসে যায় রাঙা মেঘের ভেলা ছোট্ট শিশু হা করে তাকিয়ে থাকে। নীল আকাশ দেখতে কার না ভালো লাগে আকাশে থাকো হ্যালো।

পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে আকাশ দেখতে পারে না। মহান আল্লাহতালা সৃষ্টির মূল রহস্য আমরা আজও খুঁজে বের করতে পারি নাই।তবে সর্বপ্রথম তুমি যদি তোমার মনকে সুন্দর এবং সমৃদ্ধ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে আকাশ দেখা উচিত।

কেননা তুমি যদি আকাশের দিকে তাকিয়ে থাকো তোমার মন হবে সুন্দর এবং অপরূপ সৌন্দর্যের অধিকারী। তুমি হবে একজন সুন্দর মনের মানুষ।মনকে সুন্দর করার ক্ষেত্রে আকাশের দিকে তাকিয়ে থাকার বিকল্প আর কিছুই হতে পারে না

মাঝে মাঝে যখন তুমি সময় পাও অবশ্যই তোমার আকাশ দেখা উচিত। কেননা আকাশের দিকে তাকিয়ে থাকলে তোমার মন শেষ হবে।সাদা আকাশের বুকে যখন নীল রঙের মেঘ ভেসে যায় তখন পৃথিবীর অন্যতম সৌন্দর্যের মধ্যে নীল আকাশ দেখা সৌন্দর্যটা বেশি উপভোগ করতে পারবে।

তুমি যদি তোমার মন কে আরও সমৃদ্ধ করতে চাও অবশ্যই নীল আকাশ দেখবে
কেননা এই নীল আকাশ দেখার মধ্যে দিয়ে তোমার ভালোলাগা এবং পৃথিবীর প্রতি ভালবাসাটা বেড়ে যাবে।তুমি তোমার সৃষ্টিকর্তা কে অবশ্যই ধন্যবাদ জানাবে এত সুন্দর নীল আকাশ তৈরি করার জন্য

কেননা তুমি এই নীল আকাশের মধ্যে দিয়ে তোমার সৃষ্টিকর্তার নিদর্শন খুঁজে পাবে এবং সৃষ্টিকর্তাকে যুবক-যুবতী উপলব্ধি করতে চাও তুমি তাহলে অবশ্যই আকাশ দেখবে।নীল আকাশ দেখার মধ্যে দিয়ে তোমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানোর বিষয়টি তুমি অবশ্যই শেষ করতে পারো না।

একটিবার ভেবে দেখো তোমার সৃষ্টিকর্তা যদি এত সুন্দর নীল আকাশ কিংবা এত সুন্দর আকাশ এবং পৃথিবীর সৃষ্টি করতে পারে জানিনা তোমার সৃষ্টিকর্তা কত সুন্দর হবে।

মনকে যদি বিউটি এবং অসম্ভব সুন্দর করে তুলতে চাও তাহলে আকাশ দেখার গুরুত্ব তা বলে শেষ করা যাবেনা।তুমি আকাশের দিকে তাকিয়ে থাকো যখন দেখবে আকাশে প্রচন্ড নীল মেঘের ভেলা তখন তুমি অবশ্যই বুঝবে তোমার মনের ভিতরেও যেন নীল মেঘের লুকোচুরি খেলছে।

আর যখন আকাশে বুকে কালো মেঘ ভেসে যায় তখন তোমার মনে হবে তোমার মনটা যেন অনেক আঁধার এবং বিষণ্ন ভরা।তোমার মনকে তুমি আকাশের সাথে কি তুলনা করতে পারো। মানুষের মন এবং আকাশের মধ্যে খুব একটা পার্থক্য খুঁজে পাওয়া যায় না।

কেননা মানুষের মন যেমন ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হতে পারে।কখনও সুখের ভেলা আমাদের মনের ভিতর ভেসে বেড়ায় এবং কখনও বা শ্রাবনের মেঘ আমাদের মন্দির ভিতর ভেসে বেড়ায়।

ঠিক তেমনিভাবে আকাশ এমন।কখনো নীল আকাশে পুরো পৃথিবীতে আসে যায় আবার মুহূর্তের মধ্যে যেন কালো মেঘের ভেলা এসে নীল গুলোকে সরিয়ে দিয়ে তালুর স্থান করিয়ে দেয়।

তবে প্রকৃতপক্ষে মূলকথা হলো।
মনকে সুন্দর এবং সমৃদ্ধ করতে হলে অবশ্যই আমাদের নিয়মিত আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে এই মনকে সুন্দর এবং সমৃদ্ধ করে তোলা সম্ভব|

সবার মন সুখী এবং সমৃদ্ধ হোক প্রত্যাশা রইল

20210520_160232.jpg

20210520_160154.jpg

20210520_160151.jpg

20210520_160349.jpg

20210521_172351.jpg

20210520_160311.jpg

চিত্রগ্রহণনীল আকাশের ভেলাচিত্র সম্পর্কিত তথ্য
অরিজিনাল ফটোগ্রাফিফটোগ্রাফার@steem-for-future
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সিমডেল
এ টেন এসক্যাটাগরিনীল আকাশ
কারণসুন্দর এবং আত্মবিশ্বাসের জীবন

----🌻 সুন্দর হোক সবার মন💥

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Well written. I also like blue sky.

Thanks sis