ছবি গুলো সংগ্রহ করা হয়েছিল 2020 সালের ঈদুল ফিতরের। যখন করোনা মহামারী সময় তখন সারাদেশে লকডাউন চলছিল। তাই ঈদে বাড়ি যাওয়া হয়েছিল না।
সুতরাং আমরা যে সকল বন্ধু এক জায়গায় চাকরি করতাম এবং আমার সকল কলিগ মিলে ঈদের দিন বিকেল বেলা ঘুরতে বের হয়েছিলাম গাজীপুরে প্রত্যন্ত অঞ্চল এবং বিভিন্ন স্থান গুলোতে
বিশেষ করে বিশেষ কিছু দর্শনীয় স্থানগুলো ঘুরাঘুরির পর এবং সাথে কিছু ছবি সংগ্রহ করেছিলাম।যেগুলো আমার মেমোরি সংরক্ষণ জন্য বিশ্বস্ত কমিউনিটি @beautyofcreativity তে মেমোরি হিসেবে সংরক্ষণ করে রাখলাম।
কেননা হয়তো একদিন আমার এই ডিভাইস নষ্ট হয়ে যাবে কিংবা আমি এই পৃথিবীতে একদিন থাকবো না।কিন্তু আমার এই স্মৃতিগুলো আজীবন রয়ে যাবে বিশ্বময়।
সুতরাং আমার বন্ধুদের সাথে আনন্দঘন মুহূর্ত গুলো যেগুলো কাটিয়েছিলাম বিভিন্ন সময় ভ্রমণের মাধ্যমে সেগুলো আমার মেমোরি হিসেবে রেখে দিলাম স্মৃতির পাতায়।
আশা করছি সবার ভালো লাগবে।
ফটো সংগ্রহ | মোঃ আকাশ আলী |
---|---|
ক্যাটাগরি | সংরক্ষিত মেমোরি |
ক্যামেরা | মোবাইল ফোন |
মোবাইলের নাম | স্যামসাং গ্যালাক্সি এ টেন এস |
Thanks for share your previous memories with us.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit