আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবং সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার শ্রদ্ধেয় স্টিমিট কমিউনিটির মডারেটর @abduhawabস্যার কে আমাকে এই কমিটির একজন মেম্বার হিসেবে গ্রহণ করার জন্য
আশা করছি আগামী দিনগুলোতে এই কমিউনিটি সাথে থাকতে পারবো এবং একসাথে সবাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর এই জিও বিশ্বাস রেখে আমি সামনের দিকে পথ চলে যাচ্ছি।
সবার প্রতি শুভ কামনা এবং অনেক অনেক অভিনন্দন এবং দোয়া এবং ভালোবাসা রইলো।
বিউটি সব সময় সুন্দর হয়ে থাকে।যদি বিউটি একটি ইংরেজী কথা তবে আমি এটাকে বাংলায় লিখি এবং বিউটি এই কমিউনিটির একটি প্রথম ওয়ার্ড। সুতরাং আমি সেজন্য সুন্দর এর পরিবর্তে বিউটি শব্দটা ব্যবহার করছি
পৃথিবীতে সবথেকে অন্যতম সুন্দর এবং অতীব ভালো লাগার বিষয় মধ্যে অন্যতম ভালোলাগা হচ্ছে শিশুদের হাসি। কেননা নিষ্পাপ-এই মুখে মিষ্টি হাসি গুলো যেন প্রতিনিয়ত আমাদের মন কেড়ে নেয়
শিশুরা নিষ্পাপ।আর এই নিষ্পাপ মুখের মৃদু এবং সুন্দর হাসি জানো আমার মনকে খুবই আকর্ষিত করে এবং কেড়ে নেয়। তাই আমি বাচ্চাদের সাথে খেলাধুলা করতে ভালোবাসি এবং তাদের সাথে সময় কাটাতে খুব বেশি ভালোবাসি
আমার ভালোলাগা এবং ভালোবাসা রতিব প্রিয় বস্তু হচ্ছে শিশু।কেননা তারা নিষ্পাপ এবং তাদের সাথে খেলাধুলা করি আমি খুব মজা পাই।তাদের ছোট ছোট ভুল গুলোকে প্রতিনিয়ত এবং তাদের ছোট মুখে তোতলামি কথাগুলো যেন আমার মন কেড়ে নেয় সব সময়।
আজকের শিশু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।তাই শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর দিন কামনা করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তবে শিশুদের প্রতি আমাদের বিশেষ একটু খেয়াল রাখা প্রয়োজন
ছবিগুলো সংগ্রহের ঘটনা
সকাল 6 টার সময় ঘুম থেকে উঠার পর আমি বাহিরে যাই আমার বাইরের পরিবেশ গুলো ভ্রমণ করার জন্য। তখন আমি বাইরে গিয়েছি তখন একটি ছোট্ট শিশু তার নাম ছিল না দিয়া
সে সব সময় আমাকে মামা নামে ডাকে এবং সে আমাকে খুব বেশি ভালোবাসে এবং আমিও তাকে খুব ভালোবাসি। যদিও সে আমার রক্তের কেউ হয়না তার পরেও খুব ভালো বন্ধুত্ব এবং ভালোবাসার মধ্যে দিয়ে আমি এই শিশুটিকে খুব ভালোবাসি
যাই হোক সকাল আটটার সময় যখন বাহিরে গিয়েছিলাম তখন আমি দেখতে পেয়েছিলাম সেই শিশুটি আমাকে দেখে ঘরের ভিতরে চলে গিয়েছিল।দিয়া আমাকে দেখলে একটু খুব বেশি লজ্জা পায় কিন্তু যখন আমি তাকে ডাক দিয়ে এবং আমার কাছে আসে তখন তার আর কোন লজ্জা থাকে না
তারপর আমি তখন আমার মোবাইলের ক্যামেরা বের করি এবং আমার সামনের ক্যামেরা দিয়ে দিয়া এবং আমার কিছু ছবি সংগ্রহ করি।
যেহেতু বিউটি অফ ক্রিটিভিটি কমিউনিটি সৌন্দর্যের অপরূপ নিদর্শন তাই আমি এই কমিউনিটিতে আমার সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত গুলোকে তুলে ধরার চেষ্টা করি এবং এই কমিউনিটিতে সুন্দর করার জন্য গুরুত্বপূর্ণ প্রচেষ্টা চালিয়ে যায়
আশা করছি অতি শীঘ্রই আমি সুন্দর মনের মানুষ হিসেবে নিজেকে এই কমিউনিটিতে পরিবেশন করতে পারব এবং সবার সাথে মিলেমিশে আমার মনকে সুন্দর সেটি প্রমাণ করার চেষ্টা করতে সক্ষম হবে।
সবাই সুন্দর মন এবং জিও বিশ্বাস নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। সুন্দরকে সবসময় মর্যাদা দিন এবং কষ্মির জিনিসগুলো কে ছাড়িয়ে চলার চেষ্টা করুন। জীবনকে সুন্দর করতে হলে হাসিখুশি থাকুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুন। পাশে থাকুন পাশে রাখুন। আর সব সময় @beautyofcreativity community সাথে থাকুন।