আমি মোঃ সুমন রহমান। আমার স্টিমিট ইউজার আইডি @sumon03
আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলার সদর থানায়। ছোটবেলা থেকেই শহরে থাকি। আমি নীলফামারী জেলায় পড়াশোনা করেছি। আমি বর্তমানে 29 বছর বয়সী, এবং আমি বিবাহিত. আমার পরিবার আমার বাবা-মা, মা, দুই ভাই এবং দুই বোন নিয়ে গঠিত। আমাদের পরিবারের সকল ভাই-বোন বিবাহিত। পরিবারের সকল ভাইবোনের মধ্যে আমি সবার ছোট। আমার এক মেয়ে ও এক ছেলে আছে। ছেলের বয়স আট, মেয়ের বয়স এক বছর।
আমি নীলফামারী জেলা স্কুলে আমার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করি। এবং দিনাজপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আমার বাবা একজন পেশাদার ব্যবসায়ী, এবং আমার মা একজন গৃহিণী। পাইকারি ব্যবসার পাশাপাশি আমার বাবা ধান, চাল, পাটের আঠা, ভোটার মজুত করতেন।
এইচএসসি পাশ করার পর বাবার ব্যবসা দেখাশোনার পাশাপাশি নিজের উদ্যোগে মাছ ও গবাদিপশুর প্রজেক্ট করছি।
এবং এই প্রকল্পগুলি আমার দ্বারা এবং মানুষের মাধ্যমে পরিচালিত হয়।
শহরে বড় হলেও আমার বন্ধুর সংখ্যা প্রায় নেই বললেই চলে। আমার আশেপাশের সমবয়সী ছেলেদের সাথে শুধু হাই হ্যালো সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আমার খুব সাম্প্রতিক বন্ধু আছে। তাকে বন্ধু বলা একটি অবমূল্যায়ন। আমি তাকে আমার লাইফলাইন মনে করি। জীবনের ছোট-বড় প্রতিটা জিনিস যার সাথে শেয়ার করতে পারি কোন সংকোচ ছাড়াই। আর তার প্রতিটা কথায় আমি খুব গুরুত্ব সহকারে মূল্যায়ন করি।
আমি দিনের বেশিরভাগ সময় ফ্রি থাকি, এবং এই অবসর সময়ে, আমি অনলাইনে ফেসবুক, এবং ইউটিউব ব্রাউজ করি, একই সাথে, আমি কিছু লিখি এবং এভাবে সময় পার করি।আমি কোলাহলমুক্ত পরিবেশ অনেক পছন্দ করি। মাঝে মাঝে আমি ফেসবুক ব্রাউজ করে এবং মাঝে মাঝে ইউটিউব ব্রাউজ করে আমার সময় ব্যয় করি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিদিন বিকেলে হাঁটতে যাওয়া।আমার পছন্দ বাচ্চাদের মতই। চকলেট খাওয়া, আইসক্রিম খাওয়া, মিষ্টির তালিকায় শীর্ষে। এটি আমার প্রিয় খাবারের একটি।
আমি জীবনে বড় কিছুর স্বপ্ন দেখিনি আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই আমার স্বপ্নগুলো খুবই ছোট। আমার বাবার ব্যবসার পাশাপাশি আমি আমার প্রকল্পকে আরও এগিয়ে নিতে চাই।আর আমি আমার পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ সুষ্ঠু ও সুন্দর করতে চাই। আর সেজন্যই আমি এখন পর্যন্ত সৎ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার ব্যবসা এবং প্রকল্প পরিচালনা করে আসছি। এবং আমি বিশ্বাস করি যে আমি ভবিষ্যতে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারব।
আমি নিজেকে নিয়ে ব্যস্ত না থাকলেও ব্যস্ত সময় কাটাতে পছন্দ করি। এই কারণেই আপনাকে দিনের বেশির ভাগ সময় অনলাইনে থাকতে হয় এই প্রেক্ষাপটে,এক পর্যায়ে আমার খালাতো বোনের কাছে আমি এস্টিমেট বিষয়ে জানতে পারি। আর তখন থেকে এস্টিমেটের প্রতি ভালোলাগার সৃষ্টি হয়। আর তারই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি এস্টিমেটে পোস্ট করি।
ক্রিপ্টোকারেন্সি হিসেবে আমি শুধু বাংলাদেশী টাকা এবং মার্কিন ডলারের সাথে পরিচিত। কিছু ক্রিপ্টোকারেন্সি ভিন্ন হতে পারে, কিন্তু আমার এই সম্পর্কে একেবারে কোন ধারণা নেই।
আমি স্টিমিট এ নিজেকে যেভাবে তুলে ধরতে চাই:
আমি ঘুরতে অনেক পছন্দ করি। এছাড়াও, আমি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এবং এর বিস্ময়কর মহিমা সম্পর্কে লিখতে ভালোবাসি। তাই যদি সম্প্রদায়ের মধ্যে আমার পোস্ট অনুমোদন পেলে অবশ্যই আমি আমার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজের প্রকাশ করতে পারব। পরিশেষে, কমিউনিটির সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত পরিচিতিমূলক পোস্টটি শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।
@sumon03
আপনাকে এই সুন্দর steemit প্ল্যাটফর্মে স্বাগতম ।আশা করি এই সুন্দর প্ল্যাটফর্মে আপনি অনেক সুন্দর ভাবে কাজ করে এগিয়ে যাবেন। ভালো থাকবেন আপনার দিনটি শুভ হোক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@rimirahman Apu
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@sumon03
আশা করি আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@ruma0630
Thank You.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi, @sumon03
Our team members will soon check for your introduction. Meanwhile, make sure that your introduction post covers these points.
Verification Picture:
Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username
for more information join us on Discord
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Best wishes for you . You are welcome in our community. Thank you for your detail definition.
Good luck 💙
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@yousha4
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for Joining our BOC community.
Keep sharing creative and quality content. You can share creative content like Art, Photography, Traveling, Music, Poetry, Lifestyle, etc without any limits. I would like to request you join our discord server by just clicking on the above BoC poster.
Some Rules and Regulations that you must have to follow. Community Rules.
Join us on Discord
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit