দিঘা ভ্রমণ দিন 1

in hive-144064 •  2 years ago 

উঠলো বাই তো কটক যাই 😁 নমস্কার বন্ধুরা। আশা করি সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আমিও আপনারদের আশীর্বাদে ভালো আছি 🙏, তো চলুন আমার সাথে আপনারাও আমার ছোট্ট রোড ট্রিপের সঙ্গী হোন😃।

বাইক ভ্রমণ আমরা কমবেশি অনেকেই পছন্দ করি, সেই গ্রাফে দাঁড়িয়ে আমার অন্যান্য ভ্রমণের থেকে বাইক ভ্রমণ তালিকার শীর্ষে।। কর্ম জীবন থেকে একটুখানি নিজেকে বিরতি দিতে পারলেই বেরিয়ে পড়ি বাইক নিয়ে, এবারের গন্তব্য আবারও দিঘা, পশ্চিমবঙ্গ(পঞ্চমবার)। কয়েকজন বন্ধু দাদাদেরকে একসাথে করে পরিকল্পনা অনুযায়ী রওনা হলাম দিঘার উদ্দেশ্যে, ভোর বেলা বেরোনোর কথা থাকলেও যখন গাড়ির চাবি ঘোরালাম তখন সূর্যমামা প্রকট হয়ে বসে আছেন কয়েক ঘন্টা আগেই🤕। ঘড়ির কাটায় বেশি খেয়াল না দিয়ে বেরিয়ে পড়লাম, বলে রাখি দিঘা আমাদের বাড়ি থেকে দূরত্ব 200 কিমি, ঘড়ি ধরে 4 ঘন্টার রাস্তা, মাঝের কয়েকটা বিরতি মিলিয়ে ঘন্টা 5 লেগেই যায়। তাতে কি, মজা তো কম নয়, এইটুকু কষ্ট না করলে গন্তব্যে পৌঁছানোর মজা থাকবে কি করে😍😍।
রাস্তার কিছু কিছু সুন্দর মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরলাম
WhatsApp Image 2023-06-17 at 6.34.16 PM (1).jpeg
সফর সঙ্গী

WhatsApp Image 2023-06-17 at 6.34.16 PM.jpeg
অতিরিক্ত গরমে শরীর ঠান্ডা রাখতে বিরতিতে ডাবের জল❤️

WhatsApp Image 2023-06-17 at 6.34.51 PM.jpeg
পিছনে দিঘা বিশ্ব বাংলা গেট, বলাই যায় গন্তব্যে পৌঁছে গেছি 😍❤️

আজকের মতো এ পর্যন্তই, দ্বিতীয় পর্বে আপনাদের সমুদ্র সৈকতে নিয়ে যাবো।।আপনাদের কাছে এরকম পোস্ট করতে ভালো লাগে, আমার পোস্ট আপনাদের ভালো লাগলে, ভোট দিয়ে পাশে থাকবেন
ধন্যবাদ🙏

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!