ফটোগ্রাফি : নামটা জানা ফুলের ফটোগ্রাফি।

in hive-144064 •  11 months ago 

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।

আজ আমি আপনাদের মাঝে নাম না জানা একটি খুব চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছি। মাঝে মাঝে নাম না জানা সুন্দর ফুল গুলোর ফটোগ্রাফি করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। কারণ নার্সারিতে গেলে সব ফুল আমাদের পরিচিত থাকে না। প্রথমে আমি এই ফুল যখন দেখেছি মনে করেছিলাম এগুলো নয়ন তারা ফুল মনে করেছিলাম। আমি যখন নয়নতারা ফুল মনে করেছিলাম সে অনুযায়ী ফটোগ্রাফি করি। কিন্তু আজ যখন ফটোগ্রাফি পোস্ট করতে এসেছে তখন দেখলাম এটির নাম আমার জানা নেই। নয়নতারা ফুলের মধ্যে পাঁচটি পাপড়ি থাকে। কিন্তু আজকের এই ফুলের মধ্যে ছয়টি পাপড়ি রয়েছে। এ বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছিল। এর আগে আমি কখনো এই ধরনের ফুল দেখিনি। কিছুদিন আগে আমি একটি পার্কে গিয়েছিলাম। আমার পরিবারের সবাইকে নিয়ে যখন গিয়েছিলাম তখন হঠাৎ করে এই ফুলটি দেখি। দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। যার জন্য ফটোগ্রাফি করি। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

20240214_135315.jpg

20240214_135313.jpg

20240214_135310.jpg

20240214_135305.jpg

20240214_135303.jpg

device : Redme note 9
লোকেশন


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনবাংলাদেশ

IMG-20220603-WA0000.jpg


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমাদের এই কমিউনিটিতে ফটোগ্রাফি পোস্ট দেখতেই আমার ভীষণ ভালো লাগে। আপনি দারুন ফটোগ্রাফি করেছেন। এত অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে আপনার নেওয়া ফুকের ফটোগ্রাফি।

অনেক সুন্দর হয়েছে আপু ফটোগ্রাফি গুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফির জন্য।

আপনার কাছ থেকে আজকে নতুন ফুলের ফটোগ্রাফি দেখলাম। প্রথমত মনে হয়েছে ফুলের ফটোগ্রাফি গুলো নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। কিন্তু পরে খেয়াল করে দেখেছি নয়ন তারা ফুল নয় অনেক ভালো লাগলো ধন্যবাদ।