ড্রাগন ফ্লাই এর ফটোগ্রাফি ||

in hive-144064 •  2 years ago 

IMG_20220921_135659.jpg

device : Redme note 9
লোকেশন

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর ড্রাগন ফ্লাই এর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।

আজকে আমি অনেক সুন্দর একটি ড্রাগন ফ্লাই এর ফটোগ্রাফি করেছি। এই ধরনের ড্রাগন ফ্লাই এর ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই ধরনের ফটোগ্রাফি গুলো করা ভীষণ কঠিন। কারণ এরা কখনোই এক জায়গায় বসে থাকে না। কিছুদিন আগে আমি বাসার ছাদে উঠেছিলাম তখন দেখে গাছে একটা ড্রাগন ফ্লাই বসেছিল। তখন আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম এর ফটোগ্রাফি করার জন্য। দেখলাম এটা একটু উড়ে গিয়েছিল। এরপর আবারো একই জায়গায় এসে বসলো। এটা দেখে আমি ভাবলাম এর ফটোগ্রাফি করি।

তখন অনেকটা সময় নিয়ে ফটোগ্রাফি গুলো করলাম। চেষ্টা করেছি বিভিন্ন অ্যাঙ্গেলের ফটোগ্রাফি করার। কিন্তু এটা অনেক উঁচুতে থাকার কারণে সেটা সম্ভব হয়নি। দেখতে ভীষণ ভালো লাগে। ফটোগ্রাফি করার পর দেখলাম খুব সুন্দর হয়েছে। আবার ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। পরবর্তীতে আবার আসবো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20220921_135729.jpg

IMG_20220921_135727.jpg

IMG_20220921_135702.jpg

IMG_20220921_135554.jpg

IMG_20220921_135509.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনবাংলাদেশ

IMG-20220603-WA0000.jpg


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই সুন্দর একটি ড্রাগন ফ্লাই এর ফটোগ্রাফি করেছেন । ড্রাগন ফ্লাই দেখতে অনেক সুন্দর লাগছে ।আপনি বেশ ভালোই ফটোগ্রাফি করতে পারেন।

Dragon fly photography is awesome.,

I have many childhood memories of grasshoppers. Nice to see these great photographs. All the photography was at the right angle and excellent

আমাদের এই কমিউনিটিতে ফটোগ্রাফি পোস্ট দেখতেই আমার ভীষণ ভালো লাগে। আপনার দারুন ফটোগ্রাফি করেছেন। এত অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Excellent macro shots. keep it up

I have several grasshopper-related childhood memories. Nice to see these excellent pictures. The photography was all beautiful and at the proper angle.