Assalamu Alaikum
তো কেমন আছো আমার @steemit বন্ধুরা। আসা করি ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার কিছু বিলের পারে তুলা ছবি। আমরা সকলই বিল কাকে বলে তা জানি, আমাদের দেশের ভিতর দিয়ে ছোট বড় প্রায় ৭০০ টি নদ-নদী বয়ে গেছে যার ফলে বাংলাদেশের প্রায় সকল জায়গায় নদী, উপ নদী, খাল, বিল,ঝিল দেখা যায়।
আমার বাসার কিছু দূরেও এইরকম একটি বিল আছে। আমি সাধারণত প্রায় প্রতিদিন এই সেখানে হাটতে যাই।
এখন বাংলায় শ্রাবণ মাস চলছে, আর এই সময় সাধারণত নদ নদীর পানি তুলনামূলক বেশি বৃদ্ধি পায়, কোনো কোনো জায়গায় বন্যাও হয়ে থাকে। ভৌগোলিক দিক থেকে আমাদের জেলা বাংলাদেশের প্রায় মধ্যখানে অবস্থিত তাই দেশে যখন বন্যা হয় তখন সাধারণত আমাদের দিকে পানির উচ্চতা বৃদ্ধি পায় কিন্তু ভয়াবহ বন্যা বা জনজীবনে তেমন প্রভাব পরে না।
আমাদের এইখানে প্রচুর পাট চাষ হয়। আমাদের এখানে পাট গাছ গুলো কাটার আগেই পানি চলে এসেছে পাট ক্ষেতে। পানি এখনো অনেক অল্প থাকায় কৃষকদের তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না। আবার পানির মাত্রা বৃদ্ধি পেলে কৃষকদের মুখে হাসি ফোটে ওঠে, কারণ এতে তাদের পাট গাছ পছাতে বেশ সাহায্য করে।
বর্তমানে পানির মাত্রা নিচে থাকলেও, হঠাৎ বৃষ্টি শুরু হওয়াতে তা খুব শীগ্রই আরো বৃদ্ধি পাবে। পানির উচ্চতা বৃদ্ধি পেল আসে পাসের এলাকা দেখতে এক অন্যরকম লাগে, যা চোখকে শীতল করে দেয়।
এই মৌসুমে যখন পানি বৃদ্ধি পায় তখন অনেক জায়গা থেকেও মানুষ আসে আমাদের বিলের পারে হাটার জন্য। তখন ছোটখাটো পর্যটন স্তানে পরিণত হয়ে যায় আমাদের এলাকা।
এক কথায় আমার এলাকার প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে এই মৌসুমে। আমি তখন পর্যাপ্ত পরিমানে এই সময় উপভোগ করে থাকি।
তো এই ছিলো আমার গত কয়েক দিনে তুলা কিছু বিলের পারের ছবি। আসা করি আপনাদের সকলের তা পছন্দ হয়েছে।
আজ আর না। আবার আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করব, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি ।
আল্লাহ হাফিজ
Category | Photography |
---|---|
Device | Smartphone |
Model | Vivo Y21 |
Capture | @yousha4 |
Community | @beautycreativity |
Location | Kishoreganj,Dhaka, Bangladesh |
So nice photography brother. Keep it up the good job.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much. 💜💜
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিলের পাড়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। প্রত্যেকটি ফটো দেখতে অসাধারণ লাগতাছে। এবং প্রত্যেকটি স্টেপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit