আজকের মেঘলা আকাশের ফটোগ্রাফি ।। 10% for boc।।

in hive-144064 •  last year  (edited)

Assalamu Alaikum


@beautycreativity এর বন্ধুরা আসা করি আপনারা ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

তীব্র গরমের পর হঠাৎ বৃষ্টিতেই যেন প্রকৃতি নতুন রূপে জেগে উঠেছে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমার তুলা মেঘলা আকাশের ছবি। আসা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20220619_094520.jpg


অসহ্যকর গরম আর তীব্র রোদের আলোয় এত দিন জনজীবন প্রায় থমকে গিয়েছিলো। প্রয়োজন ছাড়া কেউই বাসা থেকে বাহির হতো না। কিন্তু আল্লাহ তায়ার রহমতে কাল থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়েছে আবার। এতে প্রকৃতিতে আবার আগের মতো ভারসাম্য ফিরে আসছে।

IMG-20201203-WA0147.jpg


গত ২ দিনের হালকা বৃষ্টিতে আবহাওয়া অনেকটাই শীতল হয়েছে। এখন আকাশে মেঘের ছোটাছুটি চলচে, এই ছোটাছুটি দেখতে বেশ ভালো লাগে। তাই আজকে যখন হাঁটার উদ্দেশ্যে বাহিরে যাই তখন কিছু মেঘলা আকাশ এর ছবি তুলি যা আমার কাছে বেশ ভালো লেগেছে। তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি।

IMG-20201203-WA0146.jpg


আকাশ মেঘলা হওয়ার সাথে সাথে আজকে বাতাসও ছিলো অনেক। এই মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস, বিলের পার সব মিলিয়ে মনে এক অন্য রকম অনুভুতি কাজ করে আমার মনে।

IMG-20201203-WA0065.jpg

IMG-20201203-WA0128.jpg


আজকে মেঘলা আকাশ অনেকটা উপভোগ্য হলেও শেষটা মোটেও ভালোছিলো না আমার জন্য। কারণ আমি ছবি তুলার নেশায় ভালো লোকেশান আর ভালো অ্যাঙ্গেল পাওয়ার আসায় মোটামুটি নিরাপদ স্থান থেকে অনেকটাই দূরে চলে যাই, এবং হঠাৎ করে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়ে যায়। এতে আমি বেশ বিপাকে পরে যাই এবং প্রায় ভিজে নিরাপদ স্থানে আসি।

IMG_20230803_135907.jpg


ছবি তুলার নেশায় যে এই প্রথম বিপদে পরেছি তা না, এর আগেও অনেকবার আমি ছবি তুলতে গিয়ে বিপদে পরেছি যা আমি আপনাদের অন্য এক সময় ছবির সাথে তুলে ধরবো।

আজ আর না। আবার আপনাদের জন্য নতুন ছবি নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আজ।

সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাদের ধন্যবাদ



আল্লাহ হাফেজ


এক নজরে সকল ছবি

IMG_20230803_135907.jpg

IMG-20201203-WA0065.jpg

IMG-20201203-WA0128.jpg

IMG-20201203-WA0146.jpg

IMG-20201203-WA0147.jpg

IMG_20220605_184410.jpg

IMG_20220619_094520.jpg


THANK YOU SO MUCH


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!