Assalamu Alikum
আসসালামু আলাইকুম। আসা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের তুলা আমার এলাকায় নদী খননের জন্য আসা একটি ড্রেজার/ভেকু/ ক্রেন যাই বলেন এর কিছু ক্ষুদ্র ছবি ।
আপনি গ্রামে বসবাস করেন আর গ্রামের কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য নতুন কোনো যান বা যন্ত্র আসলে আপনার তা চোখে পরবে না এটা নিতান্তই অদ্ভুত আর তা যদি হয় এমন কিছু যান বা যন্ত্রপাতির তাহলে আপনি একবার এর জন্য হলেও ওই কর্মস্থল দেখতে যাবেন এটাই স্বাভাবিক।
ঠিক সেই টান থেকেই আমিও গিয়েছিলাম তা দেখতে। যেহেতু আমি পড়াশোনা করি তাই পড়াশোনা, বাসার কাজ, নামাজ ইত্যাদি কাজ কর্ম শেষ করে বিকালে নামাজের পর হাটতে বাহির হই। আর সেই দিন আমি হাটতে হাঁটতে ওই স্থানেই যাই । আর কিছু ছবি ক্যামেরা বন্দী করি।
শহরে এই ধরনের জিনিস সাধারণত সবসময়ই দেখা যায় কিন্তু গ্রামে এগুলো বিশেষ প্রয়োজন ছাড়া চোখে পরে না। তাই যখন এই ধরনের কোনো জিনিস কাজের উদ্দেশ্যে আসে তখন ছোট ছোট বাচ্চারা বসে বসে তাদের কাজ দেখতে থাকে। তারা এইসব কাজ গুলো খুব মনযোগ দিয়ে দেখে আর তাদের ছোট্ট ব্রেইন দিয়ে তা বিশ্লেষণ করার চেষ্টা করে।
এই ধরনের কাজে শুধু ছোটরাই আগ্রহী না কোনো কোনো ক্ষেত্রে বড়রাও আগ্রহী থাকে। তারাও তাদের কাজ শেষ করে মাঝে মাঝে এসে দেখে যায় কাজ কেমন চলছে, কাজের অগ্রগতি কেমন।
আমাদের এখানে মূলত একটি খাল খনন কাজ চলছিলো। এখানের খনন করা কাদা মাঠি ট্রাকের মাধ্যমে অন্যত্র নিয়ে যাচ্ছিলো। এখানে আমরা সাধারণত একসাথে ২টি সুবিধা পেয়ে থাকি, প্রথমত - বর্ষা আসার আগে খাল খনন করায় খালে পানি চলাচল করতে পারে ও খননের ফলে বর্ষার মৌসুমে পানি উপচে জন স্হলে আসে না। আর দ্বিতীয়ত- যারা নতুন বাসা বাড়ি তৈরি করে অথবা যাদের মাঠির প্রয়োজন হয় তারা মাঠি ক্রয় করে নিয়ে যায়। এতে কাদা মাঠি যত্রতত্র পরে ভূমি দখল করে না।
তো বন্ধুরা ড্রেজার নিয়ে আমার তুলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, আসা করি আপনাদের তা পছন্দ হবে।
যাই হোক আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে আমার তুলা কিছু ছবি শেয়ার করবো। আপনাদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি।
আল্লাহ হাফিজ
চমৎকার ফটোগ্রাফি, এই অদ্ভূত গাড়িটা একাই ১০০ জনের কাজ করে ফেলতে পারে নিমিষেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit