।। সরিষা ফুলের ফটোগ্রাফি।। 10% for BoC।।

in hive-144064 •  last year 

Assalamu Alaikum


আসা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার তুলা কিছু সরিষা ফুলের ফটোগ্রাফি।

IMG_20230807_235018.jpg


আমার এলাকাটি সাধারণত হাওর অঞ্চল এ পরেছে যার ফলে আমরা বছরে ৬মাসের উপর সময় পাই চাষাবাদ করার জন্য এবং বাকি সময় পানি থাকার ফলে চাষাবাদ করা হয় না তেমন। তবে আমাদের এই দিকে শীতকালে কোনো চাষাবাদের জমি পরে থাকতে দেখি না, আমাদের এখানে মৌসুম অনুযায়ী প্রায় সকল চাষাবাদেই হয়ে থাকে শুধু বর্ষাকাল বাদে। ঠিক তেমনি শীতকালে নানা প্রকার শাক সবজি এর পাশাপাশি সরিষারও ব্যাপক চাষ হয়ে থাকে।

IMG_20230807_234945.jpg


আমাদের এখানে সরিষা খুব ভালো চাষ হয় এবং খুব ভালো ফলন ও দেয়। শীতকালে যখন সরিষা ফুল জমিতে ফুটে ওঠে তখন তা দেখতে খুবই আকর্ষনিয় লাগে। একবার ভাবুন তো বিকেলের সময়, হালকা হালকা কুয়াসার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ, সূর্য ও প্রস্তুত চলে যাওয়ার জন্য, এরি মাঝে হালকা পিনপিন শীতল বাতাস আর চোখের সামনে এক বিশাল জায়গা জুড়ে হলুদ রং এর মাঠ। ভাবতেই মনে এক অন্য রকম অনুভুতি কাজ কারে।

IMG_20230807_234924.jpg


শীতকালের মজা তখন এই পরিপূর্ণ উপভোগ করা যায়। তখন সেই খালি ময়দানে দারিয়ে চোখ বন্ধ করলে একটা জিনিস এর
এই শুধু ঘ্রাণ পাওয়া যায়। আর সেটা হলো সরিষা ফুলের। সরিষা ফুলের ঘ্রাণ এ তখন পুরো এলাকা মো মো করে। তখন ফলের ঘ্রাণে অনেক মৌমাছিও আসে তাদের মধু সংগ্রহ করতে।

শীতকাল আমার খুব পছন্দের। শীতকাল আমার প্রিয় ঋতু। আর আমি সবচেয়ে বেশি উপভোগও করি এই শীতকালকেই। আমি ছোট থেকেই প্রতি বছর শীত শেষ হতেই আবার শীতকালের জন্য অপেক্ষা করতাম। কিন্তু আফসোস, বৈশ্বিক উষ্ণায় এর ফলে সবচেয়ে বেশি কনো ঋতু যদি আক্রান্ত হয়ে থাকে সেটা হলো এই শীতকাল। তবে যাই হোক আমি এখনো শীতের জন্য অপেক্ষা করছি। শীতের সকালে ফজরের নামাজ পরে হাটার মজাই আলাদা।

IMG_20230807_234855.jpg


তো বন্ধুরা এই ছিলো শীতকালে আমার তুলা কিছু সরিষা ফুলের ছবি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পোস্টটি পড়ার জন্য
অসংখ্য ধন্যবাদ। আসা করি আপনাদের তা ভালো লেগেছে।
আজ আর না। আবার আসবো অন্য কোনো বিষয়ের ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে। এতো দিন ভালো থাকুন সুস্থ থাকুন

আল্লাহ হাফেজ


CategoryPhotography
DeviceSmartphone
LocationDhaka, Bangladesh🇧🇩
Capture@yousha4
Community@beautycreativity

@blacks

@photoman

@curators

Thank You for visit my post


Assalamu Alikum


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Wow, some beautiful flower photography. Yellow petal flowers look very beautiful. Thank you for sharing such wonderful flower photography with us.

you are most welcome for your comment. Wish me well....