আসসালামু আলাইকুম আমি জিসা হাফিজ। আপনারা যারা আমার এই প্রবন্ধটি এস্টিমেট একাউন্ট @zisha-hafiz পড়ছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নিজের সম্পর্কে বলা আসলে অনেক কঠিন কারণ আমরা নিজের সম্বন্ধে এত বেশি কিছু জানি যে অন্যের সামনে নিজেকে কিভাবে উপস্থাপন করব সেটাই বুঝে উঠতে পারিনা । কিন্তু আমি চাই এখানে যারা আমার প্রবন্ধটি পড়ার জন্য এসেছেন তারা আমাকে জানুক। চলুন তাহলে শুরু করা যাক ।
আমি একজন ঢাকা নিবাসী। আমার জন্মস্থান ঢাকায়। আমাদের পরিবারটি অনেক ছোট। আমি একজন চাকুরীজীবী। আমার পরিবারের সাথে সুন্দর বোঝাপড়া এবং তাদের সহায়তার কারণে আমি সুন্দরভাবে চাকরি করতে পারছি । ঋতু হিসেবে বসন্ত আমার অনেক পছন্দ এছাড়া আমি বর্ষাকাল এবং শীতকাল ও পছন্দ করি। আমি সকলের মধ্যে একসাথে থাকতে পছন্দ করি তাছাড়া একাকীত্ব আমাকে তেমন বেশি ভাবায় না। আমি একজন নীতিবান, কঠোর পরিশ্রমী এবং স্ব-চালিত নারী। আমার কাছে আমার পরিবারের গুরুত্ব সব থেকে বেশি। আমার অবসর সময় কাটে বই পড়ে, গান শুনে অথবা রান্না করে। আমি ঘুরতে বেশ পছন্দ করি। পরিবার নিয়ে সময় কাটানোটাই আমার সবথেকে বেশি ভালো লাগে।
আমি সবসময় আমার পূর্বের ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি এবং এও চেষ্টা করি যাতে এই ভুলগুলো আমার ভবিষ্যতে আর কখনো না হয়।
আমি সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারি। আমি যে কোন বিষয় নিয়ে সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা করি। যে কোন বিষয়ের ভালো দিকগুলোই আমার প্রথমে চোখে পড়ে। আমি খুবই আবেগপ্রবণ যে কোন বিষয়ে আমি মনস্তাতিকভাবে চিন্তাভাবনা না করে হৃদয় দিয়ে চিন্তাভাবনা করি । এটি একেবারেই সত্য যে বই পড়ার মাধ্যমে আমার প্রাকৃতিক জগতের জ্ঞান যতটুকু অর্জন করে তার থেকে বেশি অর্জন করে আমরা সকলের সাথে মিশে। প্রকৃতির সবথেকে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। তাই আমি চেষ্টা করি সব সময় মানুষের সাথে মিশতে মানুষকে জানতে।আমি আমার জীবনের ব্যর্থতা গুলোকে সর্বদা পিছনে ফেলে সব সময় সামনে দেখার চেষ্টা করি। জীবনে কতটুকু হারিয়ে ফেলেছি সেই চিন্তা না করে, চিন্তা করি জীবন থেকে কতটুকু অর্জন করেছি। আমাদের প্রত্যেকের ভিতরেই সম্ভাবনা আছে আমরা এই সম্ভাবনা গুলো আমাদের জীবনে কিভাবে ব্যবহার করছি তা নির্ভর করছে সম্পূর্ণভাবে আমাদের উপর।
আমাদের জীবনে দুঃখ এবং সুখ দুটোই বিদ্যমান আমাদের সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও সব সময় আমরা যা চাই জীবন আমাদের তা দেয় না তার জন্য ভেঙ্গে না পড়ে আমাদের ইতিবাচক ভাবে সামনে এগিয়ে চলতে হবে । সর্বোপরি জীবনকে, নিজেকে, পরিবারের এবং মানুষকে ভালবাসতে হবে। এটি হচ্ছে আমার একটি সংক্ষিপ্ত পরিচয়। আমি অসংখ্য কৃতজ্ঞ যে আমার ব্যাপারে পড়ার জন্য আপনাদের জীবনে মূল্যবান সময়টুকু আমাকে দিয়েছেন। যদি আমাকে এবং আমার জীবনের আরো কিছু অভিজ্ঞতা জানতে চান তাহলে আমার একাউন্টটি @zisha-hafiz অনুসরণ করুন।
আমার এচিভমেন্ট ওয়ান এর লিংক।
https://steemit.com/hive-172186/@zisha-hafiz/achievement-1-the-first-introducing-post-zisha-hafiz
Hi, @zisha-hafiz
Our team members will soon check for your introduction. Meanwhile, make sure that your introduction post covers these points.
Verification Picture:
Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username
for more information join us on Discord
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit