Dear steemian friend
Good Evening
@mrnazul From Far @Bangladesh
আমার আজকের ভিন্ন স্বাদের উপস্থাপনার বিষয় থাকছে, গ্রাম-বাংলার স্বল্প পরিসরে বিয়ে(বিবাহ) বাড়ির 'জিয়াফত' পাকানোর দৃশ্য।।
গ্রাম বাংলার মানুষের নিজস্ব ধর্মকর্মে ও জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ দিন ও ক্ষনে বিশেষ বিশেষ খাবারের আয়োজন যেন তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।
অমনি এক ধরনের অনুষ্ঠানের নাম 'বিয়ে(বিবাহ)বাড়ি অনুষ্ঠান'। যার অনুষ্ঠানাংশ কয়েক ভাগে পরিচালনা ও আপ্যায়ন অংশে বিভক্তিতে হয়ে থাকে।
আমার আজকের 'জিয়াফত' পাকানো অনুষ্ঠান অংশের নাম 'বউভাত'
'বউভাত' অনুষ্ঠান সাধারণত 'নববধু'র আনা-নেওয়াকে কেন্দ্র করেই হয়ে থাকে। এ অনুষ্ঠান টি যে কোন সময়, যে কোনদিন হতে পারে। যা আয়োজকরা তাদের শুভিধা মত উৎযাপন করে থাকে।
Look at the pictures
Enjoy
If you like it
Comment
Please.
@mrnazrul
ছবিগুলো আমার হাতের কমদামি মোবাইল ফোনে নিজে উঠানো।
ছবি গুলো দেখুন ও
উপভোগ করুন
ভাল লাগলে
Comment
করুন।
@mrnazrul
লেখা ও ছবি গুলো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।