আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমি একজন ভীষণ কবিতা প্রেমী মানুষ। তাই বলা চলে কবিতা বরাবরই অনেক বেশি ভালোবাসি এবং কবিতা পড়তে, কবিতা সম্পর্কে ভাবতে, কবিতার ছন্দ গুলো নিয়ে ভাবতে খুব ভালো লাগে। কারণ কবিতার এক একটি ছন্দে মিশে রয়েছে এক একটি গল্প, এক একটি উপন্যাস পর্যন্ত। কারণ কবিতার ছোট ছোট ছন্দ গুলো শুধু এই অল্প অল্প কিছু লাইন নয়। অনেক বড় বড় কাহিনী, অনেক বড় বড় গল্প, অনেক বড় বড় ঘটনা গুলোকে এই কয়েকটা শব্দের মধ্যে সংক্ষিপ্ত করে আনার নামই হলো, কবিতা।
অতীতে একটা সময় ছিলো যখন কবিতার কদর ছিলো অনেক বেশি এবং ঠিক তেমনটাই শিল্পসাহিত্যে কবিতার সুনাম কিংবা কবিতার স্থান ছিলো অনেক উপরে। কিন্তু যতো দিন ঘনিয়ে যাচ্ছে, যতো আমরা সময় পার করছি। ততোই যেনো কবিতাকে অবহেলার খাতাতে নিয়ে চলেছি। কারণ আজকালকার সময়ে আপনি একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন যে, কবিতার লেখকদের এখন সব সময় একটা ঠাট্টা হজম করতে হয়। সেটা হচ্ছে কবিতা তো সবাই লিখতে পারে।
কিন্তু কবিতা কি সবাই লিখতে পারে? কখনোই নয়। কবিতার ছন্দ মেলানো, কবিতার মাঝে জীবনকে তুলে ধরা, কবিতার মাঝে কোনো বড় বড় ব্যাপারকে তুলে ধরা খুব একটা সহজ কিছু নয়। কবিতা প্রকাশ করা সত্যিই খুব কঠিন একটি ব্যাপার। কারণ এ নিয়ে অনেক সূক্ষ্মভাবে নিজের মস্তিষ্ককে কাজে লাগাতে হয়, নিজের সময় খরচ করতে হয়, নিজেকে আরো অনেক বেশি শিক্ষিত করতে হয় একজন কবিতার কবি হওয়ার জন্য। কিন্তু সেই কবিতাকেই আমরা আজ অবহেলা করি, বিকৃত করি, নিজেদের স্বার্থে কবিতাকে নিচে নামাই। তাই একজন কবিতা প্রেমী হিসেবে এই সব কিছু দেখা সহ্য করা হজম করা সত্যিই খুব কষ্টের। কারণ কবিতা কখনোই অবহেলার হতে পারে না। কিন্তু এখন কবিতা অবহেলার যেটা বাঙালি জাতির জন্য অত্যন্ত মর্মান্তিক ব্যাপার।