সুপ্রিয়া দেবীsteemCreated with Sketch.

in hive-151614 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা!

কেমন আছেন সবাই। আমি @mamunxxx 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি কৃষ্ণা চৌধুরী সম্পর্কে লিখবো।


1280px-thumbnail.jpg
source

normal_sup001_1517207469.jpg
source

1608145780_5fda5b748c78e_image.jpg
source

৭সুপ্রিয়া দেবী। আসল নাম কৃষ্ণা চৌধুরী। ডাক নাম বেনু। গত ৮ জানুয়ারি ছিলো তাঁর জন্মদিন। সুচিত্রা ময় কোলকাতার চলচ্চত্রে ৫০ বছরেরও বেশি সময় ধরে দেদীপ্যমান ছিলেন বাংলাদেশ এবং ভারতের পশ্চিম বংগের চলচ্চিত্র দর্শকদের কাছে। "মেঘে ঢাকা তারা" ছবিতে তাঁর অভিনয় ভুলে যাবার কথা নয় কারও। অনেক অনেক বাংলা ছবিতে অভিনয় করে স্থায়ী আসন তৈরি করে নিয়েছিলেন তিনি। হয়েছিলেন জনপ্রিয়। পাশাপাশি আলোচিত, সমালোচিত কিংবা বিতর্কিত ছিলেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গে ব্যাক্তিগত সম্পর্কের জেরে। যে সম্পর্ক এই তারার জীবন যেন মেঘে ঢেকে দিয়েছিল। ২০১১ সালে ভারতের পশ্চিম বংগের সর্বোচ্চ বেসামরিক উপাধি 'বঙ্গভূষণ'' এবং ২০১৪ সালে ভারতের পদ্মশ্রী পদক অর্জন করেন সুপ্রিয়া দেবী। কোলকাতার এই প্রশংসিত অভিনয় শিল্পী ও আলোচিত তারকা, ২০১৮ সালের ২৬ জানুয়ারি প্রয়াত হন। শ্রদ্ধা এবং ভালোবাসা এই শিল্পীর প্রতি।
ছবিঃ (ঘড়ির কাঁটা অনুসারে) ভারতের রাস্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী পদক নিচ্ছেন, সুপ্রিয়া দেবী, একটি ছবির আবেগঘন দৃশ্যে উত্তমের সঙ্গে, মেঘে ঢাকা তারা ও কোমল গান্ধার ছবির পোস্টার, একটি অনুষ্ঠানে রাজ কাপুর ও উত্তম কুমারের মাঝে সুপ্রিয়া দেবী।


সকলকে ধন্যবাদ!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hy @mamunxxx dear Please follow the community purpose I pin the post about community purpose. Please visit this post and perform well.