Nature Photography

in hive-151614 •  3 years ago 

হ্যালো বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন।

আমি হলাম @mralamin বাংলাদেশ থেকে।

আজকে আমি @open-theworld কমিউনিটির একটি প্রতিযোগিতাই অংশ গ্রহণ করতে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ @open-theworld কমিউনিটিকে এই রকম একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

আমি এই পোস্টে আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রিয় তিনজন বন্ধুকে তারা হলেন
@joy4946
@shakilsheikh256
@samin1

আপনাকে স্বাগতম আমার আরেকটি নতুন পোস্টে

ছবি- ১

KOLORO_1626252413464.jpg

এটি হলো আমার গ্রামের একটি প্রবেশ পথ। এটি একটি খুব সুন্দর জায়গা। এখানে একটি ব্রিজ আছে। আর এই ব্রিজটি এই জায়গা দর্শক অনেক বেড়ে দিয়েছে। ব্রিজে বসে এই সুন্দর জায়গাটা দেখে সত্যি মন ভরে যায়। এই জায়গাটা সুন্দর করে তুলেছে এই ছাতার মতো গাছটি।

লোকেশন দেখতে এখানে ক্লিক করুন

ছবি- ২

received_577564630080159.jpeg

এটি আমার গ্রামের মধ্যে একটি মাঠ। আমি এই জায়গাটা দিয়ে হেটে যাচ্ছিলাম। হঠাৎ আমার চোখে এই অপূর্ব দৃশ্যটি পড়ে। আমাকে এই সুন্দর দৃশ্যটি খুব ভালো লেগেছে। বিশেষ করে আকাশের সৌন্দর্য আমার খুব ভালো লেগেছে। এটি সত্যি চমৎকার।

লোকেশন দেখতে এখানে ক্লিক করুন

আমাদের আশেপাশে এরকম অনেক সৌন্দর্যে ভরা প্রাকৃতিক দৃশ্য রয়েছে। যেগুলি সত্যি খুব চমৎকার।

আমি সবচেয়ে ভালো ছবি দেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে আমার এই ডিভাইস দ্বারা।

আমার ডিভাইসটি নিম্নমানের হওয়ায় ছবি খুব বেশি ভালো আসেনি, তবে আমি এতেই সন্তুষ্ট।

ডিভাইসঃ Redmi 9
ডিভাইস ক্যামেরাঃ 13 MP

আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার এই পোস্টি দেখার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

I appreciate your great photography ✅

Thank you so much sir

Nice brother 🤠

Thanks bro

Great one

Thanks brother