আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ছবিটি দেখে নিন একবার ভালো লাগলে অবশ্য মন্তব্য করবেন,এব একটি ভোট দিবেন। এই ছবিটি তে এক প্রকারের খাবার বানিয়ে পোস্ট করলাম। এই খাবারটি তৈরি করেছিলাম, দুধ, কলা,চিনি, আনার ফল,খেজুর,সশা,মধু,ভ্যানিলা,আইস্ক্রিম ইত্যাদি এগুলো ছিল উপকরণ। এগুলো দেখতে খুব সুন্দর লাগে তেমনি খেতেও সাদ আলাদা। আপনারা সবাই অবশ্য বাসায় চেস্টা করবেন বানাতে। এগুলো আমাদের শরীরের দুরবলতা দূর করে, আপনার শরিরে শক্তি সঞ্চয় করে। এটা আমার প্রথম পোস্ট রান্না করা আইটেম বানিয়ে। প্লিজ আপনার মুল্যবান ভোট দিবেন। আর এটা আমাদের গ্রামের একটি প্রিয় খাবার বলে আরকি