নদী তার নিজস্ব রূপে নিজেকে মেলে ধরেছে ছয়টি ভিন্ন ঋতুতে।বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে নদী তার আপন মহিমায় বিস্তার লাভ করেছে এদেশের প্রান্তরে প্রান্তরে ।বাঙালির জীবন যাত্রার মান বৃদ্ধিতে নদীর ভূমিকা অপরিহার্য। বাঙালির
রক্তে মিশে আছে নদীর ভালোবাসার ছোঁয়া। নদীর সৌন্দর্যে পাগল প্রায় এদেশের মানুষের অনুভূতির কোন শেষ নেই ।নদীর সৌন্দর্যের অবারিত ধারায় বাঙালির কতশত স্বপ্ন বোনা।মূলতপক্ষে একটি নদী সাগর মহাসাগর হ্রদ ইত্যাদির শাখা উপ শাখা হিসাবে বিভিন্ন প্রান্তরে প্রান্তরে ছুটে চলেছে আপন মহিমায় , আপন গতিতে। নদীর ছোঁয়ায় বাঙালির জরা জীর্ণ হৃদয় এক মুহূর্ত হলেও প্রাণ ফিরে পায় ।বাঙালির হৃদয়ে নদী প্রেম, নদী ভক্তি ঐতিহাসিক।প্রাচীনকাল থেকেই বাঙালির জীবনের সাথে নদী মিশে আছে আপন মহিমায়। বাংলাদেশের বৃহৎ জনপদের আর্থিক সমৃদ্ধিতে নদীর ব্যাপক ভূমিকা বিদ্যমান রয়েছে ।
হাজার হাজার বাঙালির আর্থিক উৎসের প্রধান হাতিয়ার আমাদের দেশের অসংখ্য মায়াবতী নদীন।দীর আকর্ষিত জলরাশির প্রতিটি বিন্দুতে এদেশের মানুষের স্বপ্ন বোনা। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র নদীর সুনাম সারা পৃথিবীর সমগ্রস্থানে বিদ্যমান।
বাংলাদেশের জিডিপির বড় একটি অংশ আমরা আমাদের মায়াবতী এ সমস্ত নদীর মাধ্যমে অর্জন করে থাকি ।কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই সমস্ত নদী আজ বিলীন, প্রায় ধ্বংসের মুখে।প্রাকৃতিক বিপর্যয় এবং কিছু অসাধু ভূমিদস্যুদের দ্বারা আমাদের এই মমতাময়ী অসংখ্য নদ, নদী ধ্বংসের দ্বারপ্রান্তে।এটা ঠিক যে প্রতিবছর শত শত হেক্টর জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়! কিন্তু সঠিক পদক্ষেপ এর মাধ্যমে আমাদের অসংখ্য নদ নদী রক্ষণাবেক্ষণ এর মাধ্যমে নদী ভাঙ্গন বন্ধ করা যায় ।
নদীর সৌন্দর্যে পাগল হয়ে বাঙালির ইতিহাসে কতশত সাহিত্যিকের জন্ম হয়েছে তা বলে শেষ করার নয় ।নদীতে জেগে ওঠা চড়ে বাঙালির কত স্বপ্ন কত ভালোবাসা জড়িয়ে রয়েছে তা বলে শেষ করার মত নয়ন।দীর তীরের শিহরণ জাগানো দখিনা বাতাসে আমরা বিমোহিত হই ।আমাদের সুখ দুঃখ ভালোবাসা নদী জড়িয়ে আছে অনন্তকালের সাক্ষী হয়ে। আমাদের দেশে পাহাড় পর্বতে ঘেরা অসংখ্য সৌন্দর্যমন্ডিত নদী পৃথিবীর সকল প্রান্তের মানুষকে আকৃষ্ট করে ।নদীর বুকে বক, শালিকের ছুটে চলা অন্তরে আনন্দ জাগায়, পৃথিবীর সকল কষ্ট এক মুহূর্তের জন্য হলেও হারিয়ে যায় ইতিহাসের অতলে ।বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং আর্থিক সমৃদ্ধিতে নদীর বিকল্প নেইস।ত্যি কথা বলতে নদীর গুরুত্ব এবং সৌন্দর্য বিশ্লেষণ করে শেষ করা অসম্ভব।অন্তর থেকে বলছি ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে।