ধৈর্য ধারণ করে নির্ধারিত লক্ষে এগিয়ে যাই ।সফলতা অর্জন হবে ইনশাল্লাহ

in hive-153970 •  2 years ago 

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভাল আছেন।
প্রযুক্তির সাথে সংযুক্ত রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নেটওয়ার্ক ।
আমরা যখন নেটওয়ার্ক আওতায় থাকি তখন আপনি চাইলে পৃথিবীর সকল তথ্য আপনার হাতের মধ্যে রাখতে পারবেন ।
আপনার হাতে একটা মোবাইল ফোন ও ভালো ইন্টারনেট সংযোগ থাকলে আপনি যেকোনো সময় যে কোন কিছু উপভোগ করতে পারবেন।
সে সাথে একটি গোছালো ব্লগ লেখার জন্যও আপনার ইন্টারনেটের প্রয়োজন রয়েছে।
ইন্টারনেট হচ্ছে বর্তমান সময়ের সবচাইতে যুগান্তরকারী আবিষ্কার ।
কিন্তু সমস্যা হচ্ছে কিছু কিছু এলাকায় এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে ইন্টারনেট পৌঁছায়নি ।
যার কারণে বিভিন্ন রকমের তথ্য থেকে মানুষ বঞ্চিত হচ্ছে।
যেমন আমি আমার গ্রামের মধ্যে এসে এই ভোগান্তির মধ্যে পড়ছি।
বেশিরভাগ সময়ে নেটওয়ার্ক থাকে না আমার ঘরের মধ্যে।
নেট ইউজ করার জন্য ঘরের বাহিরে যেতে হয়। ওয়াইফাই কানেকশনের মাধ্যমে নেট ব্যবহার করি এর মধ্যে আরো বড় সমস্যা হচ্ছে গ্রামের বেশিরভাগ সময় কারেন্ট থাকে না । যখন টাউনে ছিলাম নিয়মিত ব্লগ লেখার একটা সুযোগ ছিল। কিন্তু গ্রামে চলে আসার পর নেটওয়ার্ক সমস্যা সেই সাথে বিদ্যুৎ সংযোগের সমস্যার কারণে ব্লগ লেখার ক্ষেত্রে একটু কষ্ট হচ্ছে।

20221105_165838.jpg

Anowara (Location Map)(https://what3words.com/waddled.scatter.pulps)

ব্লগটা গোছানোভাবে লিখে রাখলে ও সেটাকে তৈরি করে প্রত্যেকটা পয়েন্ট নির্ধারণ করে পোস্ট করতে একদিনের বেশি সময় লেগে যাচ্ছে।
আগের মত করে প্রতিদিন যে একটা পোস্ট করতাম সেভাবে পোস্ট করার সুযোগ হয়ে উঠছে না চেষ্টা করছি নিয়মিত থাকার জন্য ।
তবুও গোছালো ভাবে নিজের অবস্থান থেকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যে কোন অবস্থানে নিজেকে টিকিয়ে রাখা একটি চ্যালেঞ্জিং বিষয় ।
কঠিন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ নিজের অবস্থান ধরে রাখতে পারে না। মানুষ ধৈর্য হারা হয়ে যায় আত্মবিশ্বাসহিন হয়ে যায় এবং একসময় সে কাজ থেকে ছিটকে পড়ে ।
নিজের অবস্থান ধরে রাখার জন্য নিজেকে ধৈর্যশীল হতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে এবং মনোযোগ ও মনোবল মজবুত করে সে কাজের প্রতি লেগে থাকতে হবে। তবে সফলতা অর্জন করা সম্ভব।পৃথিবীর যেকোন স্তরে নিজের অবস্থান বিশ্বস্ততার সাথে তৈরি করতে চাইলে নিয়মিত হওয়ার গুরুত্ব অপরিসীম।

20221105_164549.jpg

Anowara (Location Map)(https://what3words.com/waddled.scatter.pulps)

কোন একটা প্লাটফর্মে আপনি যদি নিয়মিত হতে না পারেন তাহলে আপনার জনপ্রিয়তা ধীরে ধীরে কমে যাবে এবং মানুষের অন্তর থেকে আপনি বিশ্বস্ততা হারিয়ে ফেলবেন। কারণ নিয়মিত যারা আপনার সঙ্গে যোগাযোগ রাখে এবং আপনি যখন একটি কাজে নিজেকে নিয়মিত প্রদর্শন করেন তখন সে কাজের প্রতি আপনার নিজের একটি ভালোবাসা তৈরি হয় । এবং সে কাজে সাথে যে ব্যক্তিগুলো জড়িত থাকে তারাও আপনার উপরে একটা বিশ্বাস তৈরি করে । কিন্তু আপনি যদি সেই কাজে হেলাফেলা শুরু করেন এবং নিয়মিত সময় না দেন তাহলে মানুষ মনে করবে যে আপনি সেই বিষয়টা নিয়ে ততটা মনোযোগী নন। সুতরাং আপনার ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। এবং তারা আপনার কাছ থেকে দূরে সরে যাবে। যেকোনো কাজ অল্প হোক সেটা যদি নিয়মিত হয় আপনি সেই জিনিসটার ওপর পারদর্শী হয়ে উঠবেন ।নিয়মিত যে কোন কাজ করার একটা পাওয়ার রয়েছে। আমরা যদি মনোযোগ সহকারে লক্ষ্য করি পানি কিন্তু কখনো পাথরকে ভাঙতে পারেনা । আপনি একটি পাথরের উপর দুই তিন বালতি পানি ঢেলে দেখেন পাথর কিন্তু কখনোই ভাঙতে পারবেন না। কিন্তু যদি আপনি কখনো নলকূপের দিকে মনোযোগ সহকারে খেয়াল করেন তাহলে দেখবেন যে জায়গায় নিয়মিত পানি পড়েছে সে জায়গায় একটি গর্ত তৈরি হয়ে গিয়েছে।
অর্থাৎ বোঝাই যাচ্ছে নিয়মিত যে কোন কিছুর একটি শক্তি রয়েছে পানিও পাথরের মধ্যে ফুটো তৈরি করতে পারে।

20221105_170110-01.jpeg

Anowara (Location Map)(https://what3words.com/waddled.scatter.pulps)

যদি সে নিয়মিত অল্প অল্প করে পড়তে থাকে। আপনিও নিজেকে ঠিক সেভাবে দক্ষ করে তুলতে পারবেন । যখন একটা নির্ধারিত বিষয়ের উপর আপনি মনোযোগী হবেন এবং নিজেকে সর্বোচ্চ সে কাজের দিকে মনোনিবেশ করবেন তখনই আপনি সেই পথে সফলতা অর্জন করতে পারবেন । আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি যে ব্যক্তিগুলো সফলতা অর্জন করতে পেরেছে এবং পৃথিবীতে নিজেদের অবস্থানকে ধীড়ভাবে দাঁড় করাতে পেরেছে সে ব্যক্তি গুলো কিন্তু তাদের কাজের প্রতি অটুট ছিল। নিজের কাজের প্রতি ভালোবাসা ও কিছু একটা করে দেখাতে পারব ।
এই আত্মবিশ্বাসটা যদি থাকে তাহলে সফলতা অর্জন করা সম্ভব । বিখ্যাত ব্যক্তি গুলো যদি সামান্য ব্যর্থতার মধ্যে নিজেকে সরিয়ে নিত তাহলে তারা কখনো সফলতা অর্জন করতে পারতো না। তারা অর্জন করার জন্য চেষ্টা করে গিয়েছে এবং একসময় তারা সেই বিষয়টা অর্জন করতে পেরেছে।যেটা তারা তৈরি করতে চেয়েছিল। এক একজন ব্যক্তির দক্ষতা এক এক ক্ষেত্রে সুতরাং আপনি কোন একটা কাজে সফল হতে পারেননি। তার মানে এই নয় যে আপনি জীবনে ব্যর্থ ।আপনি অবশ্যই অন্য কোন একটি ক্ষেত্রে লক্ষ্য এবং সেই দিক থেকে কাজে লাগিয়ে আপনি সমাজে পরিবর্তন করার জন্য এগিয়ে যান । আপনার অবস্থান থেকে নিজেকে সর্বোচ্চভাবে যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি এই সমাজের একজন যোগ্য ব্যক্তি এবং এ সমাজ আপনার জন্য সম্মানের দরজা খোলা থাকবে।
সুতরাং আমাদের সকলেরই উচিত আমাদের অবস্থান থেকে সৎ উপায়ে নিজেকে প্রতিষ্ঠা করা। এ সমাজের জন্য কিছু একটা করে দেখানো। নিজেকে কখনোই ছোট মনে করা উচিত নয়। যে মুহূর্ত থেকে আপনি নিজেকে ছোট মনে করেছেন সেই মুহূর্ত থেকে আপনি দুর্বল হয়ে পড়েছেন। আপনি অবশ্যই মহৎ কোন উদ্দেশ্য এই পৃথিবীতে এসেছেন ।মহান আল্লাহ আপনাকে মহৎ উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছে আপনার অবস্থান থেকে আপনি সর্বোচ্চভাবে চেষ্টা করে যান।

20221105_170816-01.jpeg

Anowara (Location Map)(https://what3words.com/waddled.scatter.pulps)

অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। এবং সমাজে সম্মানিতদের তারেকাই নিজের নাম লিখাতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত ব্লগটি পরার জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব

ইনশাল্লাহ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!