আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই. আশা করি আপনারা সবাই আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন. আমিও আল্লাহ অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি.আজ আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটি গেম রিভিউ নিয়ে হাজির হচ্ছি.আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকের গেম রিভিউটি.আজ আমি আপনাদের মাঝে যেই গেমটি উপস্থাপন করবো. সেই গেমটির নাম হল পাবজি যার বাংলা নাম হল প্লেয়ারআননোওন'স ব্যাটলগ্রাউন্ড. বর্তমানে এই গেমটি সবার কাছেই অনেক জনপ্রিয় একটি গেম. এটি একটি অনলাইন গেম.বর্তমানে করোনার পরিস্থিতির কারণে এই গেমটি সময় কাটানোর জন্য সবার কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে.এই গেমটি তৈরী করেছেন দক্ষিণ কোরিয়ার ভিডিও গেম কোম্পানি ব্লুহোলের এর একটি অঙ্গ প্রতিষ্ঠান. এই গেমটি সাধারণত মরণ খেলা নামে পরিচিত. কারণ একটি দ্বীপে ১০০ জন নামিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে অস্ত্র অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করে যুদ্ধ করে যে সর্বশেষ টিকে থাকবে সেই হবে বিজয়ী. তাহলে চলুন ভালোভাবে আরো বিস্তারিত দেখে নেওয়া যাক.
নির্মাতা | পিইউবিজি কর্পোরেশন |
---|---|
পরিচালক | ব্রেন্ডন গ্রীন |
প্রযোজক | চ্যাং-হান কিম |
প্রকাশক | পিইউবিজি কর্পোরেশন |
নকশাকার | ব্রেন্ডন গ্রীন |
রচয়িতা | টম সাল্টি |
ধরন | ব্যাটল রয়েল |
কার্যপদ্ধতি | মাল্টিপ্লেয়ার |
এটি একটি অনলাইন গেম. এই গেমটি প্রথমে অনলাইনে থেকে আপনার মোবাইলে ডাউনলোড করে ইনস্টল দিতে হবে. তারপর ফেসবুক অথবা জি-মেইল দিয়ে লগ ইন করতে হবে.এই গেমটি অনলাইনের মাধ্যমে সারাবিশ্বের মানুষের সাথে খেলা যায়.এই গেমটি একা,দুইজন ও চারজন মিলেও খেলা যায়. আপনি আপনার ফেসবুক বন্ধুরা চারজন মিলে এই গেমটি খেলতে পারবেন. আবার একাও খেলতে পারবেন.এই গেমটির অনেকগুলো ম্যাপ আছে. আপনি যেকোন ম্যাপ এ খেলা করতে পারবেন.যদি ক্লাসিক এ আপনারা চারজন মিলে দেখতে চান তাহলে সবচেয়ে বেশি মজা পাবেন.মোট ১০০ জনকে প্লেন উঠিয়ে একটি দ্বীপের মাঝখান দিয়ে প্লেন চলতে থাকবে এবং আপনার ম্যাপের যেখানে ইচ্ছা সেখানে নামতে পারবেন.নামার পর আপনাকে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেটি হল আপনাকে বন্দুক সংগ্রহ করতে হবে.ম্যাপে অনেকগুলো ঘরবাড়ি থাকে সেখানে আপনার যা যা দরকার তা দেওয়া থাকবে এবং তা আপনাকে সংগ্রহ করতে হবে. তারপর আপনাকে আপনার বিপরীত দলদের সাথে যুদ্ধ করতে হবে. যদি কোন সময় আপনার শত্রুপক্ষ আপনাকে নক করে দেয় তাহলে আপনার টিমমেট আপনাকে আবার রিভাইভ দিয়ে বাচাতে পারবে.এভাবে আপনাকে ৩০ মিনিট যুদ্ধ করে বেচে থাকতে হবে.সময়ের সাথে সাথে আপনার সেফ জোন ছোট হয়ে আসবে এবং আপনাকে এই সেফ জোনের মধ্যে থাকতে হবে.আর যদি আপনি সেফ জোনের মধ্যে না থাকেন তাহলে আপনার লাইফ কমতে থাকবে.এভাবে ৩০ মিনিট যুদ্ধ করতে করতে সর্বশেষ যে দল থাকবে সেই দলই হবে বিজয়ী.
ক্লাসিক ম্যাপসমূহ
এই গেমে অনেকগুলো ক্লাসিক ম্যাপ আছে. ম্যাপগুলোতে ১০০জন এবং ৫০ জন মিলে যুদ্ধ করা যায়. নিচে ম্যাপগুলো কতজন মিলে যুদ্ধ করা যায় তা নিচে দেওয়া হল.
ইরঞ্জেল(১০০ জন)
লিভিক(৫০ জন)
মীরামার(১০০ জন)
সানহোক (১০০ জন)
বিকেন্দি(১০০ জন)
এছাড়াও আরো অনেক মোড আছে খেলা করার জন্য. এগুলো হচ্ছে ইভোগ্রাউন্ড, আরকেইড,অরিনা,ট্রেনিং ম্যাচ,রুম.এগুলোর ভিতরে আরো অনেক রকমের ম্যাপ আছে.
অস্ত্র সমূহের নাম
Name | Bullet size |
---|---|
M416 | 5.56 mm |
Ak 47 | 7.62 mm |
Scar-L | 5.56 mm |
M762 | 7.62 mm |
Uzi | 9 mm |
Vector | 9 mm |
S868 | 12 gauge |
M24 | 7.62 mm |
Kar 98 | 7.62 mm |
এছাড়াও আরো অস্ত্র আছে. তাছাড়াও ম্যাপের ভিতরে অনেক রকমের গাড়ি আছে. এসব গাড়ি আপনি চালাতে পারবেন.এত সময় ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ.
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Very well presented.Your post is much more popular than the game.I played this game for a year.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you vai💝💝💝
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit