হ্যালো স্টিমিয়ান..!
সবাইকেই পবিত্র ঈদ ঊল ফিতরের শুভেচ্ছা।
কেমন আছেন সবাই??
আশা করি সবাই ভাল আছেন।
আমি @nh-shanto আছি আপনাদের সাথে।
আজ আমি আপনাদের সাথে এবারের ঈদ ঊল ফিতরের সেলিব্রেশন শেয়ার করব।
তাহলে এবার চলুন আমার সাথে।
- দির্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে অনন্দ নিয়ে আসল পবিত্র ঈদ ঊল ফিতর।আর এই পবিত্র ঈদ ঊল ফিতরের ঈদের নামায পড়ার উদ্দ্যেশে বাসা থেকে বাহির হওয়ে প্রথমে দেখা হয় আমার প্রিয় বন্ধু সাকিব এর সাথে। আর তখন তাকে সাথে করেই ঈদের নামায পড়ার জন্য যাত্রা শুরু।
- ঈদের নামাযে জন্য যাত্রা, সেই সাথে উদ্দেশ্য নামাযের জন্য গন্তব্যে পৌছানো,, যাত্রা পথে আবার দেখা হয়ে যায় আমার প্রিয় কয়েক জন বড় ভাই এবং স্নেহের কিছু ছোট ভাইদের সাথে তখন তাদের কে সাথে নিয়ে একটি ছবি তোলে ক্যামেরা বন্দী হয়ে যায়,এবং ঈদের শুবেচ্ছা বিনিময় এবং তাদেরকে সাথে নিয়ে ঈদ গাহে যাত্রা শুরু করি আবার।
- এবার ঈদ ছিলো সম্পূর্ণ অন্য রকম।করোনার মহামারীর কারনে এবার সরকারি নির্দেশনা পালন করে এক রকম গৃহবন্দী আবস্থার মত মসজিদের ভেতরে পবিত্র ঈদ ঊল ফেতরের নামায আদায় করতে হয়।
- নামায শেষ করে বাড়ি ফেরার পথে আবার প্রিয় নাঈম অকন্দ ভাইের সাথে দেখা হয়ে যায়। তখন আবার তার সাথে ঈদের শুবেচ্ছা বিনিময় করি এবং তাকে সাথে সহ বন্ধু সাকিব কে নিয়ে একটি সেলফি তুলে একি ফ্রেমে বন্ধী হয়ে যায়।
- ঈদের দিন বিকেল ঘুরার উদ্দেশ্যে বাসা থেকে বাহির হলে বন্ধু শিপুর সাথে রাস্তাই দেখা। এটা কোনো গঠনা ক্রমে ঠ্যাৎ দেখা নই।এই দেখা পূর্বপরিকল্পনা মাফিক হওয়া। তখন তাকে নিয়ে গুরার উদ্দেশ্যে যাত্রাশুরু করি এবং আরও বন্ধুদের সাথে দেখা করতে যাত্রা শুরু করি।
- আতপর সবার সাথে দেখা হয়ে যায়। সেই সাথে তাদের সাথে শুরু হয় ঈদের শুবেচ্ছা বিনিময়। বন্ধুদের সাথে নিয়ে নৌকা দিয়ে গুরার জন্য বাহির হয়ে পরি তখন। তখন সবাইকে সাথে নিয়ে একটি সেলফি তোলে ফেলি।
- এখন ছবির মধ্যে যাকে দেখতে পচ্ছেন সে আমার খুব প্রিয় এবং কাছের বড় ভাই। আমাদের সাথে তাকে নিয়ে গুরতে যায়। তখন তার একটা আবদার তার একটা ছবি তোলে দিতে হবে। এখন বড় ভাই এর আবদার মানতেই হবে তখন তাকে একটি ছবি তোলে দেই।
- সবশেষে আবারও সবাইকে সাথে নিয়ে শেষ হলো আমাদের ঈদের দিনের শেষ সেলফি তোলা।এভাবে ঈদের দিন বন্ধু, বড় ভাই, ছোট ভাইদের সাথে নিয়ে কেটে যায় ঈদের দিনটি। তাদের সাথে এভাবে ঈদের আনন্দ ভাগাবাগি করে সময় যে কখন শেষ হয়ে যায।
cc : @rex-sumon vi
♥ Thank you all ♥
From : @nh-shanto
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit